এই ঘটনা ৪০ বছর বয়সী কে শিবকুমারের। বিজয়ওয়াড়ার বাসিন্দা এই ব্য🙈ক্তি নিজের বেডরুমে চার্𓆉জে বসিয়েছিলেন ইলেকট্রিক বাইকের ডিটাচেবল ব্যাটারি। আর তা শনিবার রাতে বিস্ফোরণ হতেই ভয়াবহ কাণ্ড ঘটে যায়। তাঁর বেডরুমে তখন ছিলেন তাঁর স্ত্রী ও সন্তানরা। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের শরীরে তখনও দগদগে পোড়ার ক্ষত। এদিকে, ঘটনার জেরে প্রাণ হারান কে শিব কুমার।
ইলেকট্রিক বাইকের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন আগে ঘটে যায়, তেলাঙ্গানার নিজামাবাদেও। সেখানে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। ইলেকট্রিক বাইকের ব্যাটারি বিস্ফোরণের এই পর পর ভয়াবহ ঘটনায় তেলাঙ্গানায় আতঙ্কের সঞ্চার হয়েছে। এর আগে তামিলনাড়ু ও মহারাষ্ট্রেও সদ্য একই ঘটনা ঘটেছে। আরও পড়ুন-'দ♉য়া করে আর আমার কাছে আসবেন না', নয়া পাক প্রধানমন্ত্রীকে কেন এমন বললেন ইমরান?
জানা গিয়েছে, শুক্রবার রাতে বেডরুমে ইলেকট্রিক বাইকের ব্যাটারি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন কে শিবকুমার ও তাঁর পরিবার। এরপরই শনিবার ভোরবেলা তা বিস্෴ফোরণ𒈔 হয়। মুহূর্তে মৃত্যু হয় শিবকুমারের। আহত হন তাঁর স্ত্রী ও সন্তানরা। বিস্ফোরণের ফলে বাড়ির এসিতে আগুন লাগে, ক্ষতির মুখে পড়ে কিছু ঘরের জিনিসপত্র। তবে সবচেয়ে দামী শিবকুমারের প্রাণ অকালে চলে যেতেই শোকের ছায়া পরিবার জুড়ে। ৪০ বছরের শিবকুমারের স্ত্রী আপাতত আশঙ্কাজনক অবস্থায় ৪৮ ঘণ্টা চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন।