ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই কাঠগড়ায় দাঁড় করালেন মার্কিন ব্যবসায়ী তথা রিপবলিকান নেতা জেডি ভান্স। সম্ভবত, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন ভান্স। বর্তমানে তিনি ওহায়ো প্রদেশের থেকে নির্বাচিত সেনেটর। এহেন ভান্স অভিযোগ করলেন, বাইডেন যেভাবে ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করেছেন, তার জন্যেই আজকের এই ঘটনা। তিনি দাবি করেন, 'বাইডেনের ক্যাম্পেন প্রতিপন্ন করেছে যে ট্রাম্প একজন ফ্যাসিস্ট নেতা। তাঁকে যেকরেই হোক থামাতে হবে'। ভান্সের যুক্তি, বাইডেনের দলের এহেন প্রচারই ট্রাম্পের জন্য কাল হয়েছে। এদিকে আরেক 'ট্রাম্প-পন্থী' ধনকুবের ইলন মাস্ক এই ঘটনার পরে সিক্রেট সার্ভিসের শীর্ষ আধিকারিকদের পদত্যাগের দাবি তুলেছেন। এই হামলা মার্কিন সিক্রেট সার্ভিসের ব্যর্থতার কারণে হয়েছে বলে দাবি করেন মাস্ক। (আরও পড়ুন: জগন্নাথের সোনা রক্ষা করছে নাগ ꦇদেবতা? দরজা খোলার সময় রত্ন ভাཧণ্ডারে থাকবে সাপুড়ে)
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের ওপরে কে গুলি চালিয়েছিল? জানা গেল বছর ২০'▨র বন্দুকবাজের পরিচয়
আরও পড়ুন: রাজভবনেই কর্মীর সঙ্গে জঘন্য কাজ রাজ্যপালের ছেলে𒈔র? গ্রেফতারির দাবি বিরোধীদের
এদিকে ট্রাম্পের ওপরে হামলার ঘটনার পরে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখেছেন বাইডেন। তাঁর কথায়, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনার খবরটি শুনেছি। ট্রাম্প আপাতত নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি।' বাইডেন সোশ্যাল মিডিয়া বার্তায় আরও লেখেন, ট্রাম্প, এবং তাঁর পরিবার এবং সমাবেশে যাঁরা ছিলেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। ঠিক কী ঘটেছে, সেই সংক্রান্ত বিশদ তথ্যের জন্য অপেক্ষা করছি। ট্রাম্পকে নিরাপদে সেখান থেকে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এ ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।' এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।' (আরও পড়ুন: ৪৬ বছর পর খুলছে পুরীর রত্ন ভাণ্ডা𓆏রের দরজা, জগন্নাথ দেবের কোষাগারে দেখা যাবে কী?)
আরও পড়ুন: তদন্তের শুরুতেই প্রকাশ্যে চা🌳ঞ্চল্যকর দাবি, ๊ট্রাম্পের কানে নাকি গুলি লাগেইনি
আরও পড়ুন: ট্রাম্পকে ✨গুলি করা শুটারের ওপর নজ🅷র স্নাইপারের! তাও কেন ঘটল এই ঘটনা? সামনে ভিডিয়ো
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর কান ঘেঁষে গুলি চলে গিয়েছে। ট্রুথ সোশ্যালে এই হামলার ঘটনা নিয়ে মুখ খোলেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এই নিয়ে পোস্ট করে লেখেন, 'আমার ডান কানের উপরের অংশ ভেদ করে একটি গুলি চলে গিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে কিছু একটা ঠিক নেই। আমি একটি বিকট শব্দ ও গুলির শব্দ শুনতে পাই। এবং সঙ্গে সঙ্গে বুলেটটি আমার চামড়া ভেদ করে বেরিয়ে যায়। এটা 🤪অবিশ্বাস্য যে আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে।'