রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অর্থাৎ রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটাই হল রেপো রেট) বেড়ে দাঁড়িয়েছে ৬.২𝕴৫ শতাংশ। যে সিদ্ধান্তের ফলে আমজনতার উপর কতটা প্রভাব পড়বে, কোথায় বেশি খরচ হবে, তা জানালেন বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-এ ইন্ডিয়া মর্টগেজ গ্যারান্টি কর্পোরেশনের (আইএমজিসি) চিফ রিস💯্ক অফিসার শ্রীকান্ত শ্রীবাস্তব জানান, আরবিআই রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেওয়ায় ইএমআই আরও তিন থেকে পাঁচ শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঋণের সময়সীমা ১৩ বছরের বেশি করার সুযোগ নেই। যা ইতিমধ্যে করা হয়েছে।
আরও পড়ুন: RBI Repo Rate Hike: ফের রেপো রেট বাড়াল RBI, বাড়তে পারে EMI, কমানো হল G🦂DP বৃদ্ধ♛ির পূর্বাভাসও
বিশেষজ্ঞদের♔ মতে, যাঁরা আদতে ১০-১১ শতাংশ সুদের হারে গৃহঋণ নিয়েছেন এবং ঋণের মেয়াদ ২৫ বছরের বেশি, তাঁদের ইএমআই বৃদ্ধি পাবে। কারণ কেউ যদি ঋণের মেয়াদ বাড়াতে চান, তাহলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অর্থাৎ আদতে যে ইএমআই ছিল, তা দিয়ে বর্তমানে ইএমআইয়ের সঙ্গে মাসিক সুদের প্রদান করা যাবে না। তাই কমে যাওয়ার পরিবর্তে প্রতি মাসে ঋণের মূল অঙ্কটা বৃদ্ধি পাবে।
এমনিতে চলতি বছরের মে থেকে সুদের হার বাড়াচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক। ইন্ডিয়া মর্টগেজ গ্যারান্টি কর্পোরেশনের কর্তা জানিয়েছেন,ꦗ এতদিন পর্যন্ত রেপো রেট যে ১৯০ বিপিএস বেড়েছে, অধিকাংশ ব্যাঙ্ক ইতিমধ্যে সেটার বোঝা ঋণগ্রহীতাদের উপর চাপিয়ে দিয়েছে। যাঁরা প্রাথমিকভাবে ২০ বছরের মেয়াদের জন্য ঋণের আবেদন করেছিলেন, তাঁদের ক্ষেত্রে ইতিমধ্যে সময়সীমা ১৩ বছরের মতো বাড়ানো হয়েছে (তাঁরা ছয় শতাংশ হারে গৃহঋণ নিয়েছিলেন বলে ধরে নেওয়া হচ্ছে)। যাঁরা ঋণের মেয়াদ বৃদ্ধির পরিবর্তে ইএমআই বৃদ্ধির পথে হেঁটেছেন, তাঁদের ইএমআই ইতিমধ্যে প্রায় ২০ শতাংশের মতো বেড🌱়েছে।
আরও পড়ুন: December♒ 2022 Bank Holidays: বড়দিনের মাসে ক♍বে কবে ব্যাঙ্ক বন্ধ? জেনে নিন এক নজর
বিশেষজ্ঞদের মতে, সুদের হার বৃদ্ধির সবথেকে বেশি প্রভাব পড়ে আর্থিক ক্ষেত্রে উপর। সাধারণত রেপো রেট বাড়ানো হলে ডিপোজিটের সুদের হার বৃদ্ধির বিষয়টি বিলম্বিত করে দেয় ব্যাঙ্কিং ক্ষেত্র। পরিবর্তে ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে রেপো রেট🦹ের বোঝা আমজনতার দিকে ঠেলে দেওয়া হয়।