আজ বৈঠকে বসতে চলেছে এমপ🦂্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) বোর্ড অফ ট্রাস্টিজ। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২২৯ তম বৈঠকে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার, এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) আওতায় ন্যূনতম পেনশন এবং ইপিএফওতে বিনিয়োগᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের সীমা বিস্তৃত করার মতো বিষয়গুলি আলোচনা করা হতে পারে -
১) প্রভিডেন্ট ফান্ডে সুদের হার: ২০১৯-২০ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করা হয়েছিল। যা সাত বছরে সর্বনিম্ন ছিল। ২০২০-২১ অর্থবর্ষে তা অপরিবর্তিত রাখা হয়। শনিবারের বৈঠকে চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার নিয়ে আলোচনা করা হতে পারে। একাধিক মহলে জল্পনা যে চলতি অর্থবর্ষে সুদের হার বাড়াতে পারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড🍒 অর্গানাইজেশন (ইপিএফও)।
২) এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) আওতায় ন্যূনমত পেনশন বাড়ানো: ২০১৪ সালে ইপিএসের আওতায় ন্যূনমত পেনশন ১,০০০ টাকা নির্ধারিত করেছিল ইপিএফও। সম্প🌱্রতি꧙ শ্রম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সেই ন্যূনতম পেনশনের মাত্রা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। সেই বিষয়টি নিয়ে শনিবারের বৈঠকে আলোচনা করা হতে পারে।
৩) ইপিএফওতে বিনিয়োগের সীমা বিস্তৃত: শনিবারের বৈঠকে ইপিএফওতে বিনিয়োগের সী🔯মা বিস্তৃত করার বিষয়ে আলোচনা হতে পারে। চলতি বছরের এপ্রিলে ইপিএফওতে বিনিয়োগের নিয়ম পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল।