কর্মী প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের (ইপিএফও) ছ'কোটি গ্রাহককে দুই কিস্তিতে গত অর্থবর্ষꦅের সুদ দেওয়ার সিদ্ধা্ন্ত নেওয়া হ🅰য়েছে। প্রথম কিস্তিতে ৮.১৫ শতাংশ সুদ দেওয়া হবে। পরের কিস্তিতে দেওয়া হবে ০.৩৫ শতাংশ সুদ। তা আগামী ডিসেম্বরের মধ্যে দেওয়া হতে পারে। তবে প্রথম কিস্তির সুদ শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
কীভাবে জানবেন আপনার পিএফ (প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টের ব্যালেন্স?
১) কর্ম﷽ী প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের (ইপꦐিএফও) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) ই-পাসবুকে (e-passbook) ক্লিক করুন। খুলে যাবে।
৩) নয়া পেজে আপনার 'ইউএএন' নম্বর (UAN নম্বর), পাসওয়ার্ড (Pꦰassword) এবং ‘ক্যাপচা’ (Capt𝓡cha) দিন।
৪) সব তথ্য দে🌄ওয়ার পর নতুন একটি পেজ খুলে যাবেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ এবং সেখানে মেম্বার আইডি বেছে নিতে হবে।
৫) এখানে ই-পাসবুকে (e-passbook) আপনার ইপিএফ ব্যালেন্সཧ দেখতে পাবেন।
জানুন ইপিএফও সংক্রান্ত যাবতীয় খবর
‘উমঙ্গ’ (UMANG) অ্যাপের মাধ্যমে কীভাবে পিএফ (প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টের ব্যালেন্স জানবেন?
১) নিজের ‘উমঙ্গ’ (বা ) অ্যাপ খুল🔜ুন এবং ইপিএফও-তে ক্লিক করুন।
২) অন্য একটি পেজে ‘এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস’-এ (employee-centric services) ক্লি🐲ক করুন।
৩) এখানে ‘ভিউ পাসবুক’-এ (view passbook) ক্লিক করুন। তারপর নিজেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ 'ইউএএন' নম্বর (UAN নম্বর) এবং পাসওয়ার্ড (Password) দিন।
৪) আপনার রেজিস্টার্ড মো🗹বাইল নম্বরে ওটিপি আসবে। তারপর আপনি ইপিএফ ব্যালেন্স দেখতে পারবেন।