ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হলেন প্রাক্তন জন নিরাপত্তা মন্🧸ত্রী টো লাম। দেশটির সংসদের জাতীয় বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। এই নিয়ে ১৮ মাসের মধ্যে তিনবার রাষ্ট্রপতি বলদ হল দেশটিতে। ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে লামকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করে। এরপর আজ বুধবার সকালে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন: পাহাড়ে ভেঙে পড়েছিল ইরানের প্রেসিডেন্টের চপার, দেখুন🍃 দুর্ঘটনাস্থলের 🦹ছবি
পড়ুনঃ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নিꦉলেন পুতিন, অনুষ্ঠা♔নে নেই আমেরিকা
জাতীয় বিধানসভায়🥀 এদিন গোপন ব্যালটে ভোট হয়। তাতে ৪৭৩ জন সদস্যের মধ্যে ৪৭২ জন রাষ্ট্রপতি হিসেবে লামকে ভোট দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি দেশটিতে বিশাল বড় দুর্নীতি ধরা পড়েছে তাতে একাধিক সরকারি আধিকারিক, নেতা সহ অনেকে ধরা পড়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভো ভ্যান থুংয়ের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরে তিনি পদত্যাগ করেন। তার দুমাস পর রাষ্ট্রপতি নির্বাচন হল দেশটিতে। জানা যাচ্ছে🍒, একমাত্র তিনিই রাষ্ট্রপতি পদপ্রার্থী ছিলেন।
প্রসঙ্গত, দেশটির রাষ্ট্রপতির পদটি আনুষ্ঠানিক হলেও দেশের ক্ষমতাসীন দলের প্রধান, প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি হলেন তৃতীয় শক্তিশালী ব্যক্তি। লাম জন নিরাপত্তা মন্ত্রী থাকার সময় বহু বিরোধীকে জেলে পাঠানো হয়েছিল। প্রথমে ঘোষণা করা হয়, রাষ্ট্রপতি থাকার পাশাপাশি জন নিরাপত্তা মন্ত্রী হিসেবেও লাম পদে অব্যাহ♚ত থেকে দায়িত্ব পালন করবেন। এরপরই তুমুল বিতর্ক তৈরি হয়। কারণ দেশটির সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি রাষ্ট্রপতি থাকার পাশাপাশি অন্য কোনও পদে থাকতে পারেন না। দেশে তা নিয়ে শোরগোল পড়ে যেতেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় সরকার। এরপরই তাঁকে মন্ত্রীর পদ থেকে সরানো হয়। তারপরেই রাষ্ট্রপতি নির্বাচন হয়। নির্বাচিত হওয়ার পর তিনি শপথ গ্রহণ করেন।
পড়ুনঃ ভারতীয় সেনা তুলে নিন, চিন থ🔴েকে ফিরেই ডেডলাইন বেঁধে দিলেন মলদ্বীপের রাষ্ট্রপতি
দেশটিতে ২০১৬ সাল থেকে জন নিরাপত্তা মন্ত্রী ছিলেন লাম। তিনি মানবাধিকার আন্দোলনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যদিও দেশটিতে দুর্নীতিস൲হ নানা কারণে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরেই চলছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরেই তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাস দিয়েছেন। ক্যানবেরার অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমির এমিরেটাস প্রফেসর ও ভিয়েতনাম൩ বিশেষজ্ঞ কার্ল থেয়ার জানিয়েছেন, লাম নির্বাচিত হওয়ার পর ভিয়েতনামের রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।