চলতি বছরে রাজ্যসভা থেকে অবসর নিচ্ছেন ৭৭ জন সাংসদ। যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন হেভিওয়েট সাংসদ। সেই তালিকায় রয়েছেন পি চিদাম্বরমের মতো হেভিওয়েট নেতারা। সেইসঙ্গে, রয়েছেন বিজেপি-র বহু হেভিওয়েট নেতা। এবার যে কয়েকজন হেভিওয়েট নেতা রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন তাদের হয়তো সংসদের উচ্চকক্ষের আর দেখা যাবে না। তাই ৭৭ জন সাংসদকে বিদায়ী সংবর্ধনা জানাতে সৌজন্যতা দেখলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। নিজের বাসভবনে এর জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন উপরাষ্ট্রপতি। সাধারণত রাজনীতিতে এই সমস্ত সাংসদের একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায়। তবে উপরাষ্ট্রপতি যে সৌজন্যমূলক রাজনীতির নিদর্শন দেখাচ্ছেন দল-মত নির্বিশেষে তাতে সমর্থন জানিয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে গান, বাজনা, নাচ প্রভৃতি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখপাত্র শুখেন্দু শেখর রায়। পাশাপাশি এই অনুষ্ঠানে গান গাইতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়, দোলা সেন। এছাড়াও ডিএমকের ত্রিরুচি শিবা এবং আম আদমি পার্টির সঞ্জয় সিং।সূত্রের খবর, এই অনুষ্ঠানে গান, বাজনা, নাচ প্রভৃতির মাধ্যমে সাংসদরা একে অপরকে সম্মান প্রদর্শন করবেন। এবছর রাজ্যসভা থেকে যে সমস্ত সাংসদরা বিদায় নিতে চলেছেন তার মধ্যে কংগ্রেসের সংখ্যাটাই বেশি। আগামী ৩১ মার্চ সন্ধ্যাবেলায় এই অনুষ্ঠান হবে উপ রাষ্ট্রপতি বাসভবনে। সূত্রের খবর, যেহেতু অনেকেরই রাজ্যসভায় ফেরার সম্ভাবনা কম তাই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।