নয়া বছর শুরু হয়ে গিয়েছে। তারইমধ্যে এ🀅কাধিক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে। কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। একই পথে হেঁটেছে অপর রাষ্ট্রায়ত্ত𒈔 ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও (পিএনবি)। তবে একটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেই পরিস্থতিতিতে অন্যান্য ব্যাঙ্কের (এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা) এফডিতে সুদের হার কত আছে, তা দেখে নিন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) ফিক্সড ডিপোজিটে সুদের হার
কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (যা কার্যকর হয়েছে ২৭ ডিসেম্বর থেকে)। আবার কয়েকটি মেয়াদের সুদের হার পালটানো হয়নি। আগে যেমন ছিল, এখন সেরকমই রাখা হয়েছে। যে তালিকায় আছে ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট (৬.৮ শতাংশ), ২ বছর থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট (৭ শতাংশ) এবং ৩ বছর থেকে ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট (৬.৭৫ শতাংশ)। কোন কোন মেয়াদের এফডির সুদের হার হেরফের করা হয়েছে, তা দেখে নি♊ন।
১) ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে সুদের হার ছিল ৫.৭৫ শতাংশ। সꦡেটা বাড়িয়ে ছয় শতাংশ করা হয়েছে।
২) আবার ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে সুদ বেড়েছে ০.৫ শতাংশ। এখন ৩.৫♔ শতাংশ হারে সুদ মিলবে।
৩) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: আগে সুদের হার ছিল ৪.৫ শতাংশ। এখন সেটা বেড🍌়ে হয়েছে ৪.৭৫ শতাংশ।
৪) ১৮০ দিন থেকে ২১০ দিন: ৫ღ.২৫ শতাংশ থেকে সুদের হার ৫.৭৫ শতা🐬ংশ করা হয়েছে।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল Sꦍ꧅BI, জানুন বিস্তারিত
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্টচ বাড়ানো হয়েছে। কয়েকটি ক্ষেত্রে আবার সুদের হার কমানোর পথেও হেঁটেছে রাষ্ট্রায়ক♏্ক ব্যাঙ্ক। সবমিলিয়ে সাতদিন থেকে ১০ বছরের মেয়াদ পর্যন্ত সাধারণ নাগরিকরা বিভিন্ন মেয়াদে ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সীমা হল ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ। আর 'সুপার সিনিয়র'-দের ক্ষেত্রে সেটা ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
১) ১৮০ দি🅷ন থেকে ২৭০ দিন: ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে সুদের হার। এখন থেকে ৬ শতাংশ হারে সুদ মিলবে।
২) ২৭১ দ🐟িন থেকে ১ বছরের কম: ৭.২৫ শতাংশ। ০.৪৫ শতাংশ বেড়েছ🍰ে সুদের হার।
৩) ৪০০ দিন: আগে সুদের হার ছিল ৬.৮ শতাংশ। এখ🔴ন সেটা বেড়ে ৭.২৫ শতাংশ হল।
৪) ৪৪৪ দিন: সুদের হার কমানো হয়েছে। আগে ছিল ৭.২৫ শতাংশ। ০.৪৫ শতাংশ কমিয়🌳ে সেট❀া ৬.৮ শতাংশ করা হল।
ব্যাঙ্ক অফ বরোদায় ফিক্সড ডিপোজিটে সুদের হার
২৯ ডিসেম্বর থেকে ব্যাঙ্ক অফ বরোদায় বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের বিভিন্ন মেয়াদের সুদের নয়া হার কার্যকর হয়েছে। ১ বছর থেকে ২ বছর পর্যন্ত ৬.৮৫ শতাংশ হারে সুদ দꦰেওয়া হচ্ছে। ২ বছর থেকে ৩ বছরের ক্ষেত্রে সুদের হার হল ৭.২৫ শতাংশ। ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশে ঠেকেছে। তবে 'তেরঙা প্লাস ডিপোজিট স্কিম'-র আওতায় ৭.১৫ শতাংশ সুদ মেলে। মেয়াদ ৩৯৯ দিনের।
HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার
১) ১ বছর থেকে ১৫ মাস: ৬.৬ শতাংশ।
২) ১৫ মাস থেকে ১৮ মাস: ৭.১ শতাংশ।
৩) ১৮ মাস থেকে ২১ মাস: ৭ শতাংশ।
৪) ২১ মাস থেকে ২ বছর: ৭ শতাংশ।
৫) সর্বোচ্চ সুদের হার মেলে ৭.২ শতাংশ। সেটা মেল♛ে ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের মেয়াদের ক্ষেত্রে।