দেবব্রত মোহান্তি
প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ীদের কি হানিট্র্যাপ করেছিল? ভয় দেখিয়ে কি কোটি-কোটি টাকা হাতিয়েছিল? মানবপাচারের অভিযোগে ওড়িশার༺ ভুবনেশ্বর থেকে এক তরুণীকে গ্রেফতারির পর এমনই জল্পনা তুলে উঠেছে। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।
মানবপাচারে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার অর্চনা নাগ (২৫) নামে ওই দলিত মহিলাক𝐆ে গ্রেফতার করেছে ভুবনেশ্বর কমিশনারেটের পুলিশ। ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার প্রতীক সিং জানিয়েছেন, যে মহিলা অর্চনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। ওই পুলিশ কর্তা বলেছেন, 'সংবাদমাধ্যমের কাছে যাতে কোনও তথ্য ফাঁস না হয়ে যায়, সেজন্য উনি আমাদের কাছে আর্জি জানিয়েছেন। তাঁর আশঙ্কা যে পরিচয় ফাঁস হয়ে গেলে তাঁর জীবন বিপন্ন হয়ে পড়বে। তাই এই বিষয়টি নিয়ে আমরা আপাতত বেশি কিছু বলতে পারব না।'
অর্চনার ‘কীর্তি’
গত সপ্তাহে অর্চনা এবং তার এক সহযোগীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওড়িয়া সিনেমার প্রয়োজন অক্ষর পারিজা। তিনি অভ𓆏িযোগ করেন, অশ্লীল ছবি ভাইরাল করে দিয়ে তাঁর থেকে তিন কোটি টাকা দাবি করেছিল অর্চনারা। সূত্রের খবর, শুধু পারিজা নয়, অর্চনাদের নিশানায় ছিল রাজ্যের শাসক দল বিজেডির একাধিক নেতা, ব্যবসায়ীরাও।
পুলিশ সূত্রে খবর, আদতে কালাহান্ডি জেলার বাসিন্দা অর্চনা স্বামী জগবন্ধু চাঁদের সঙ্গে ভুবনেশ্বরের পালাসুনিতে থাকত। 𝓀শাসক দল বিজেডির নেতা, ওড়িয়া সিনেমার প্রয়োজক এবং কয়েকজন ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করত। এক পুলিশ কর্তা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব পাতানোর পর রাজনীতিবিদ, মন্ত্রী এবং সিনেমার প্রয়োজকদের হানিট্র্যাপিংয়ের জালে ফাঁসিয়ে দিত। তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করত। সম্প্রতি এক বিজেডি বিধায়ককে নিশানা করেছিল অর্চনা। কিন্তু মামলাটি বেশি দূর গড়ায়নি। (তবে) গত বছর থেকেই পুলিশের নজরে ছিল অর্চনা। তার বিরুদ্ধে কমপক্ষে তিনটি মামলা রুজু হয়েছে।’
আরও পড়ুন: বাড়ির মালিক বিদেশে, আসর বসত মধুচক্রের, সল্টলেকে গ্রেফত🐟ার কেয়ারটেকার–সꦇহ ১২
এবা🍸র গ্রেফতারির পর জেরার সময় অর্চনার থেকে দুটি পেনড্রাইভ এবং দুটি মোবাইল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রের খবর, বিলাসবহুল জীবনযাপন করত অর্চনা ও তার স্বামী। অডি-সহ একাধিক বিলাসবহুল গাড়িও ছিল। ওড়িয়া টিভি সিরিয়🤡াল এবং সিনেমার শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া দিত। এমনকী বাড়ির অন্দরমহল সাজিয়ে তুলতে কয়েক কোটি টাকা খরচ করেছিল বলে পুলিশের সূত্র জানিয়েছে। শুধু তাই নয়, ওই সূত্রের দাবি, চলতি বছর জুনে স্বামীর সঙ্গে ‘গোল্ডেন এম্প্রেস প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা তৈরি করেছিল।
আরও পড়ুন: কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে হানিট্র্যাপ,ꦚ বিহার থেকে গ্রেফতার দ🦩ুই
রাজনৈতিক প্রতিক্রিয়া
অর্চনার গ্রেফতারি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেডি নেতারা। তবে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, যদি তদন্তে প্রভাব না ফেলে তাহলে পুরো মামলার গতিপ্রকৃতি নিয়ে তꦿথ্য জানানো উচিত পুলিশের। কংগ্রেস নেতা নরসিং মিশ্র বলেন, ‘যেহেতু কয়েকজন রাজনীতিবিদের নাম যুক্ত আছে, তাই পুলিশের এই মামলা সংক্রান্ত তথ্য সকলের সামনে আনা উচিত। তবে তদন্তে প্রভাব ফেলবে না, (সেটা দেখেই তথ্য সামনে আনতে হবে)।’