করোনা বিধি না মেনে জমায়েত করায় মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার দুটি মসজিদে দুই মৌলবি-সহ ২০০ জনেরও বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেশি লোকেরꦆ বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। অভিযোগ দায়ের করা হলেও অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি।
ছত্তরপুরের পুলিশ সুপার সচিন শর্মা বললেন, ‘লকডাউন চললেও বিশাল সংখ্যক মানুষ ওই দুই মসজিদে জমায়েত করেছিলেন। শুক্রবারের নমাজ পাঠ করতেই এই জমায়েত হয়েছিল।বেশিরভাগ লোকের মুখেই কোনও মাস্ক ছিল না। কোভিড বিধি না মেনে জমায়েত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’ জানা গিয়েছে, নওগাঁও থানায় ২০০ জনেরও বেশি লোকের🎉 বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই যেভাবে মসজিদের মতো জায়গায় প্রার্থনার জন্য জমায়েত হয়েছিল মানুষ তা রুখতেই এই এফআইআর বলে প্রশাসনিক মহলের মত।
নওগাঁওয়ের তহসিলদার পীযূষ দীক্ষিত বলেন, ‘স্থানীয় মানুষরাই পুলিশ ও জেলা প্রশাসনকে এই বেআইনি জমায়েত সম্পর্কে জানান।খবর পেয়েই ✤এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় প্রশাসনꦗ।’ উল্লেখ্য, মধ্যপ্রদেশে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। ছত্তরপুর জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫৯৬ জন।