পাকিস্তান অধিকৃত লাদাখেল গিলগিট এলাকার চিলাস শহরে এক যাত্রীবাহী বাসে আচমকা হামলা জঙ্গিদের। বন্দুকবাজদের এই হামলায় বাসে থাকা অন্তত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী, এই হামলার জেরে আরও ১৫ জন যাত্রী জখম হন। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলি জোহর এই বিষয়ে বলেন, শনিবার সন্ধ্যায় জঙ্গিরা বাসে গুলি চালায়। ঘটনার পর সেখান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে কোনও জঙ্গি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে বাস লক্ষ্য করে এভাবে গুলি চালানোর উদ্দেশ্যও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বাসটি ঘিজার থেকে রাওয়ালপিণ্ডির উদ্দেশ্যে যাচ্ছিল। (আরও পড়ুন: ৪৫০ টাকায় LP🌌G সিলিন্ডার দিয়েই কি মধ্যপ♉্রদেশ দখল BJP-র? রইল গেরুয়া ঝড়ের ৫ কারণ)
আরও পড়ুন: তেলাঙ্গানায় কংগ্রেসের ‘পুনর্জন্ম’, প্রথমবারের মতো 💃ডবল ফিগারে পৌঁছে গেল বিজে𒅌পি
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিকটবর্তী গিলগিট বাল্টিস্তানের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই চিলাস শহর। সাম্প্রতিক বছরগুলিতে এই এলাকায় জঙ্গি হামলা ক্রমেই বেড়ে চলেছে। এর মধ্যে কিছু হামলার দায় পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি)। এদিকে এই চিলাসের পাশেই অবস্থিত নির্মীয়মাণ একটি বাঁধ। সেই বাঁধ প্রকল্প চিনের সাহায্য তৈরি হচ্ছে। এই আবহে গিলগিট ঘুরতে যাওয়া পর্যটকরা চিলাসে বিশ্রাম নেওয়ার জন্য থামেন। (আরও পড়ুন: 𓂃লোকসভা ভোটের আগেই অষ🎉্টম বেতন কমিশনের ভাবনা? বড় আপডেট দিলেন সরকারি আমলা)
আরও পড়ুন: সাগরে আজ তৈরি হবে ঘ🌟ূর্ণিঝড়, কলকাতায় পড়তে চলেছে 'বড় প্রভাব', জানুন পূর্বাভাস
এদিকে গত জুলাই মাসে চিলাসের কাছে একটি বাস দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ১২ জন বাসযাত্রীর মৃত্যু হয়♋েছিল। ওই বাসটি রাওয়ালপিণ্ডি থেকে কারদুর দিকে যাচ্ছিল। বাসটির সঙ্গে উলটো দিক থেকে আসা আরেকটি গাড়ির ধাক্কা লাগে। বাসটি খাদে পড়ে যায়। তিনজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বাসে থাকা আরও ২৪ জন আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে আরও ৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত ফেব্রুয়ারি কারাকোরাম হাইওয়েতে আরও একটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছিল। কারাকোরাম হাইওয়ের কাছে কোহিস্তান শাতিয়াল চৌকির কাছে সেই দুর্ঘটনা ঘটেছিল। তাতে মৃত্যু হয়েছিল ২৫ জন যাত্রীর।