মুম্বইয়ের কদম্বক বস্তি এলাকায় একটি আবাসনে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্য়ু হল চারজন সাফাইকর্মীর। পুনে থ✃েকে প্রায় ১৪ কিলোমিটার দূরে এই আবাসন। বুধবার সকালে সেখানেই এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, প্রথমে দুজনে ওই ট্যাঙ্কে নেমেছিলেন। পরে তাদের সহায়তা করতে আরও দুজন নামেন। কিন্তু কেউই আর উঠে আসতে 𓆉পারেননি। স্থানীয় থানার ইনচার্জ রাজেন্দ্র মোকাসি জানিয়েছেন, একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পোস্ট মর্টেমের জন্য দেহ পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবꩲর, চারজন সাফাইকর্মী সেপটিক ট্যাঙ্কে নেমেছিলেন। তারা ওই ট্যাঙ্কটি পরিষ্কার করতে নেমেছিলেন। তার মধ্যে এ🍒কজন প্রাক্তন স্বাস্থ্য কর্মীও ছিলেন। পোস্ট মর্টেমের পরেই দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
এদিক ঘটনার খবর পেয়েই পুনে মেট্রোপলিটান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট অথরꦚিটি ও দমকল ঘটনাস্থলে যায়। সেপটিক ট্যাঙ্কটি প্রায় ১২ ফুট গভীর। সেটিতে বিষাক্ত গ্যাস জমা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সেখানেই দুজন নেমেছিলেন। পরে আরও দুজন ওখানে তাদের বাঁচাতে গেলে তারাও পড়ে যান। পরে চারজনেরই দেহ উদ্ধার করা হয়।