ঘটতে পারত প্রবল খারাপ কিছু! ভয়াবহ কিছুর মুখে পড়তে পারত ছোট্ট ৪ বছরেের শিশু। যে ৪ তলার বারান্দায় পায়ে ভারসাম্য রাখতে না পেরে সেখান থেকে সোজা নিচে পড়ে যায়। তবে, অভাবনীয়ভাবে ওই ছোট্ট শিশু গিয়ে পড়ে নিচে থাকা এক ফলবিক্রেতার কোলে। ঘটনা মুম্বইয়ের। শিশুটি ভর্তি♍ হাসপাতালে।
বহুতলের বারান্দায় খেলছিল ছোট্ট ৪ বছরের দেবশী সাহানি। আর চারপাঁচজন ৪ বছরের শিশুর মতো, সেও চলার সময়ে একটু নড়বড়ে হয়েই হাঁটে। এমন সময়ই দেহের ভারসাম্য বজায় না রাখতে পেরে ওই শিশুকন্যা বহুতল থেকে পড়ে যায়। এদিকে, বহুতলে🐼র নিচে বসে নিজের ফলের ব্যবসা সামলাচ্ছিলেন এক বিক্রেতা। বহুতল থেকে পড়ে ওই শিশু সোজা পড়ে বিক্রেতার কোলে। বরাত জোরে রক্ষা পায় প্রাণে🧸! এরপর মুম্বইয়ের ভিরার এস্টেটের সঞ্জিবনী হাসপাতলে সে ভর্তি হয়। শিশুর বেশ কিছু আঘাত লেগেছে ঘটনায়। বিশেষত রয়েছে মাথায় আঘাত। মাথায় পড়েছে ৯ টি স্টিচ।
মুম্বইয়ের জিভদানি অ্যাপার্টমেন্টের খেলছিল ছোট্ট দেবশী। ঘড়িতে তখন রাত ১০ টা। আচমকা খেলতে খেলতে ভারসাম্য হারিয়ে ৪ তলা থেকে পড়ে যায় দেবশী। ততক্ষণে তার বাড়ির সকলে আর্তনাদ, চিৎকার করতে থাকেন। এদিকে, গ্যালারিতে তখন কিছু রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছিল। আর সেখানে ছিল না কোনও নিরপত্তা বেষ্টনী। ফলে🔯 খুব সহজে সে🅘খান থেকে পড়ে যায় দেবশী।