ঋণে জর্জরিত ফিউচার রিটেলের পতন। একইসঙ্গে পতন শেয়ারে। মাথার চুল ছিঁড়ছেন ফিউচার রিটেলের শেয়ারে বিনিয়োগকারীরা।�🧸� গত ৩ মাসে ফিউচার রিটেলের শেয়ার ৮২.৫৫% কমেছে।
রিলায়েন্স-ফিউচার-অ্যামাজন বিরোধই এর মূল কারণ। গত মাসেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট🅠্র🎃িজ, ফিউচার রিটেলের সঙ্গে সম্ভাব্য ২৪,৭১৩ কোটি টাকার চুক্তি বাতিল করেছে।
স্টকের পতন
টꩵানা চতুর্থ ত্রৈমাসিক। ১০৬৩.৩৬ কোটি টাকার ক্ষতির রিপোর্ট দিয়েছে ফিউচার রিটেল। পাল্লা দিয়ে ক্রমেই পতন হচ্ছে স্টকের। গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ ছিল ৭৬.২৫ টাকা। সর্বনিম্ন ছিল ৮.৫৫ টাকা।
গত এক সপ্তাহেই ফিউচার রিটেলের শেয়ার ২১.২% কমেছে। অর্থাৎ এক সপ্তাহ আগে যদি কেউ এতে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাঁর শেয়ারের দাম এ⛄খন ৮০ হাজারেরও কম হয়ে যাবে।
১ লাখ টাকা কমে ১৮ হাজার!
গত এক মাসেই এই স্টক ৬২.৫০% কমেছে। আর ৩ মাস আগে যাঁরা এই শেয়ারে বিনিয়োগ করেছেন, তাঁদের টাকা কার্যত পুরোই জলে গিয়েছে। এই সময🍨়পর্বে শেয়ার দর ৮২.৫৫% কমেছে। অর্থাৎ, ৩ মাস যদি কেউ এতে এক লাখ টাকা রাখেন, 💖তাঁর মূলধন এখন প্রায় ১৮ হাজার টাকা হয়ে গিয়েছে।
ফিউচার রিটেল, কিশোর বিয়ানির নেতৃত্বা♚ধীন ফিউচার গ্রুপের একটি ফ্ল্যাগশিপ সংস্থা। দেশজুড়ে জনপ্রিয় বিগ বাজার এই সংস্থারই। বর্তমাꦿনে 'ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল'-এ ঋণদাতাদের দায়ের করা দেউলিয়া আবেদনের সম্মুখীন সংস্থা।