ඣ একটা ধারণা আছে যে উন্নয়নশীল দেশগুলিই সবচেয়ে বেশি দুষণ ছড়ায়। সোমবার এইಞ দাবি কার্যত নস্যাৎ করে দিয়ে মোদী বিশেষ তথ্য উপস্থাপিত করলেন G7 সামিটে। এদিন মোদী জানিয়েছেন, গোটা বিশ্বের জনসংখ্যার ১৭ শতাংশ ভারতে বাস করেন। গোটা বিশ্বে যত কার্বন নির্গমন হয় তার মধ্যে মাত্র ৫ শতাংশ ভারত থেকে হয়।
জার্মানিতে G7 summitয়ে 'Investigating in a better future: Climate, energy, health' শীর্ষক বৈঠকে অংশ নিয়েছিলেꦫন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে মোদী জানিয়েছেন, বিশ্ব রাজনীতির নানা ঘটনাক্রমের জেরে শুধুমাত্র ধনীরাই শক্তিসম্পদের সুবিধা পাবেন এটা ঠিক নয়।
এই সামিটে𓆉 ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা ও সেনেগালকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। জলবায়ুর পরিবর্তন, ꧃স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে।
মোদী হিন্দিতে বলেন, একটা ধারণা আছে যে পরিবেশ রক্ষা ও দেশের উন্নয়নের মধ্য়ে একটি সংঘাত রয়েছে। এছাড়াও একটি ভুল ধারনা আছে যে গরিব দেশ ও গরিব মানুষই পরিবেশের বেশি ক্ষতি করে। সেক্ষেত্রে গোটা বিশ্বের ১৭ শতাংশ বাসিন্দা ভারতে বাস করেন। আর সেদিক থেকে গোটা বিশ্বের যত কার্বন নির্☂গমন হয় 🤡তার মধ্যে মাত্র ৫ শতাংশ ভারত থেকে হয়। তার কারন আমাদের জীব😼নযাত্রা। আমরা পরিবেশের সঙ্গে থাকতে ভালোবা♒সি।