সোমবার রাত থেকে আগুনের মতো ভাইরাল হয়ে গেল এক ছবি। জেএনইউতে হিংসার বিরুদ্ধে মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ায় হওয়া একটি প💧্রতিবাদসভায় ফ্রি কাশ্মীর পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন এক তরুণী। এর প্রতিবাদ করে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। শিবসেনার সঞ্জয় রাউতও জানিয়েছেন যে এমন পোস্টার সহ্য করা হবে না। এই ঘটনার তদন্ত করে দেখবে বলে জানিয়েছে মুম্বই পুলিশও।
জেএনইউ কাণ্ডে পথে বলিউড- দিয়া থেকে তাপসไী, মুম্বইয়ে প্রতিবাদ সেলেবদের
কিন্তু এই পোস্টার নিয়ে যিনি দাঁড়ি🦩য়ে ছিলেন সেই মেহেক মির্জা প্রভু ফেসবুকে একটি ভিডিওতে আত্মপক্ষ সমর্থন করেছেন। তাঁর দাবি তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, কাশ্মীরি নন, এমনকী কাশ্নীরের সঙ্গে কোনও তাঁর সম্পর্ক নেই। সংবিধান রক্ষার্থে তিনি ওই পোস্টার হাতে তুলে নিয়েছিলেন বলে দাবি𝔍 মেহেকের।