বুধবার ভারতীয় বাজারে সামান্য বাড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ২১০ টাকা বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৩৮৫ টাকা। অন꧟্যদিকে বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৯২ শতাংশ বা ৫১৮ টাকা বেড়ে ৫৬,৮৪১ টাকায় ঠেকেছে।
গত কয়েকদিন ধরে ভারতীয় বাজারে সোনার দাম বেশ দুর্বল থেকেছে। ছয় মাসের সর্বনিম্ন স্তরের কাছে ঘোরাফেরা করেছে হলুদ ধাতু। বুধবার সামান্য দাম বাড়লেও সেই স্তরের কাছেই সোনা আছে। তারইমধ্যে বিশ্ব বাজারে অবিচল আছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের দা🥃ম ১,৬৬৩,৭✱৩ ডলারে ঠেকেছে। সামান্য বেড়েছে মার্কিন গোল্ড ফিউচার্সের দাম।
বিশেষজ্ঞদের বক্তব্য, বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের দু'দিনের নীতি সংক্রান্ত বৈঠক শেষ হবে। সেই বৈঠকের শেষে সুদের হার বাড়ানো হতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। সেই সুদ🎉ের হারের ভিত্তিতে সোনার দাম নির্ভর করবে বলে বক্তব্য বিশেষজ্ঞদের।
বুধবার কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া)
মঙ্গলবারের তুলনায় কলকাতার খুচরো বাজারে বুধবার কিছুটা বেশি পড়ছে সোনার দাম। মঙ্গলবা𓃲র কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ছিল ৪৯,৯০০ টাকা। যা আজ ১০০ টাকা বেশি পড়ছে। একইভাবে ১০০ টাকা বেড়েছে ১০ গ্রাম গয়না সোনা (২২ ক্যারাট꧒) এবং হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম।
অর্থাৎ আজ (বুধবার) কলকাতার খুচরো বাজারে ১০ গ্রাম গয়না সোনা কিনতে ৪৭,৪৫০ টাকা খরচ পড়বে। আর ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতার পকেট থেকে খসবে ৪৮,১৫০ টাকা। সঙ্গে যোগ হবে জিএসটি। তবে অপরিবর্তিত আছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর বাটের দাম প෴ড়ছে ꦓ৫৬,৫০০ টাকা।
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫০,০০ౠ০ টাকা (মঙ্গ💟লবার ছিল ৪৯,৯০০ টাকা)।
• ২২ ক্ꦚযারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৭,৪৫০ টাকা (মঙ্𓃲গলবার ছিল ৪৭,৩৫০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৮,১৫০ টাকা (মঙ্গলব🉐ার ছিল ৪৮,০৫০ টাকা)।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৬,৫০০ টাকা🍎 (মঙ্গলবার ছিল ৫৬,৫০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৬,৬০০ টাকা (মঙ্গলবার ছিল ৫৬,৬০০ টাকা)𒅌।