আগামী পাঁচ বছরের মধ্যেই সোনার দাম আউন্স প্রতি ৩০০০ থেকে ৫০০০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজার। উল্লেখ্য, দিয়েগো পারিলা নামক এই ফান্ড ম্যানেজারই ২০১৬ সালে সোনার দামের উত্থানের পূর্বাভাস করেছিলেন যা সত্যি প্রমাণিত হয়েছিল। কোয়াড্রিগায় ইগনেও নামক ২৫০ মিলিয়ন ডলার মূল্যে ফান্ড ম্যানেজ করেন দিয়েগো।এদিকে বিশ্ব বাজারে সোনার দাম কমে সোমবার। গত সেশনে দু'সপ্তাহের শীর্ষ স্তরে পৌঁছানোর পর এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮০৯.২১ ডলার। তবে সার্বিকভাবে গত সপ্তাহে সোনার দাম ০.৮ শতাংশ কমেছিল। বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী ডলারের প্রভাব পড়েছে সোনার দামে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে এক আউন্স রুপোর দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫.৩৭ ডলার।জুলাইয়ের শেষ সপ্তাহে ভারতে সোনার চাহিদা বেশ কম ছিল। খুচরো বাজারে তেমন চাহিদা না থাকায় সোনার দাম নিম্নমুখী। বিশেষজ্ঞদের মতে, এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৪৬,৮৫০ টাকায় সহায়তা পাচ্ছে। বাধা পাচ্ছে ৪৮,৬৫০ টাকায়। অন্যদিকে, গত সেশনে রুপোর দাম কমেছিল ০.৫ শতাংশ। এই আবহে সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭,৯২৬ টাকা। ০.৩ শতাংশ পতনের সাক্ষী থেকেছে রুপো। এক কিলোগ্রাম রুপোর দাম পড়ছে ৬৭,৮৬৫ টাকা।এদিকে আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্তর মতে স্বল্প মেয়াদে ১০ গ্রাম সোনার দাম ৪৮,৫০০ টাকার স্তরে পৌঁছে যেতে পারে। তারপর চলতি বছরের দীপাবলির মধ্যে ৫২,৫০০ টাকাও ছুঁয়ে ফেলতে পারে সোনা।