নাগাড়ে ত𒈔িন দিন দাম চড়ার পরে বৃহস্পতিবার সপ্তাহে প্রথম পতন হল সোনার দরে। এ দিন এমসিএক্স সূচকে দর ০.৫% নেমে যাওয়ার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৬,৯০০ টাকা।
এ দিন এমসিএক্স সূচকের দরে ১.৬%ꦚ পতন হয়েছে রুপোরও। যার ফলে প্রতি কেজি রুপোর বাজারদর যাচ্ছে ৪৮,২৫৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% দর কমার ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭৪৫.৩২ ডলার। রুপোও ০.৪% কমার ফলে প্র♑তি আউন্সের দাম যাচ্ছে ১৭.৪৪ ডলার।
আমেরিকার ফেডেরাল রিজার্ভের সাম্♊প্রতিক বৈঠকে বিশ্ব অর্থছনীতির নিম্নগামী গতি বজায় থাকলে আরও সাহায্যের প্রয়োজন পড়বে বলে সহমত হয়েছেন সদস্যরা।
এ পর্য♒ন্ত চলতি বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম মোটের উপর ১৪% বেড়েছে। বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে বিবিধ সহায়ক প্যা✨কেজ চালু করছে আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলি। সুদের হার কমার আশঙ্কায় সোনার দাম আপাতত ঊর্ধ্বগামী থাকারই ইঙ্গিত মিলেছে।