ভারতীয় বাজারে দাম বাড়ল সোনার। গত এক মাসে সর্বোচ্চ হওয়ার পথে গুটি গুটি পায়ে এগোচ্ছে হলুদ ধাতুর দাম। গত মাসে সোনার দাম নিম্নমুখী ছিল। তবে চলতি মাসে সোনার দাম ১০ গ্রাম প্রতি দরে ৪৮ হাজারের গণ্ডিতে পৌঁছায়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ০.৩৮ শতাংশ দাম বেড়ে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়ায় ৪৮ হাজার ২৭৮ টাকা। এদিকে রুপোর দামও বেড়েছে ০.৩ শতাংশ। এর ফলে রুপোর প্রতি কেজি দর গিয়ে দাঁড়ায় ৬৭ হাজার ৪৪২ টাকায়।এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। স্পট গোল্ডের দাম এদিন ০.৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম গিয়ে দাঁড়ায় ১,৮১৮.২৫ ডলার। এদিকে ইউএস ইয়েল্ড বন্ডের দাম কমায় সোনার দাম বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে যুক্তরাজ্যের কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় বিশ্ব বাণিজ্য ইতিবাচক গ্রাফ ধরবে বলে মত বিশেষজ্ঞদের।এদিকে সম্প্রতি ভারতীয় বাজারে সোনা কিছুটা বাড়লেও গত এক মাসে তা আগের তুলনায় সস্তা হয়েছিল। চলতি মাসে এখনও পর্যন্ত ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ১,২০০ টাকার মতো বে়ড়েছে। এমনিতে রেকর্ড দরের থেকে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৮,০০০ টাকা কম আছে। গত বছর অগস্টে সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল।