গত দুই দিনের ধারা অব্যাহত রেখে মঙ্গলবারও বাজারে বাড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স ০.৭% বৃদ📖্ধির ফলে প্রতি🧸 ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫২,০০০ টাকা।
এ দিন সূচকে ১.২% বেড়ে🌺ছে রুপোর দরও, যার জেরে প্রতি এক কেজির দাম যাচ্ছে ৭১,৩০০ টাকা।🌳
স𓆉োমবার প্রতি ১০ গ্রামে সোনার দাম বেড়েছিল ৩০০ টাকা ও রুপোর দাম কেজিতে বেড়েছিল ১,৮০০ টাকা। পতন রুখে দামে উত্থান দেখা গেলেও অগস্টে সর্বোচ্চ ১০ গ্রামে ৫৬,২০০ টাকা দামের চেয়ে এখনও ৪০০ টাকার বেশি পিছিয়ে রয়েছে সোনার দর।
আন্তর্জাতিক বাজারে এ দিন গত দুই সপ্তাহের সর্বোচ্চ দরের কাছাকাছি পৌঁছানোরꦜ পরে স্থিতিশীল রয়েছে সোনার দাম। স্পট গোল্ড সূচকে এ দিন প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৬৮.৯৮ ডলার। এর পিছনে রয়েছে মার্কিন ডলারের দুর্বল দর।
পাশাপাশি, এ দিন সূ🔯চকে ০.২% পতন হয়েছে রুপোর দরে, যার ফলে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২৮.১৭ ডলার।
কোটাক মহীন্দ্রা ফাইন্যান্স-এর দাবি, ‘সাম্প্রতিক পতনের পরে সোনার দাম চড়তে শুরু করেছে। 🍨তবে ডলারের দাম স্থিতিশীল না হওয়ায় বড়সড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপাতত বিশ্বজুড়ে করোনা সংকট ও তার জেরে আমের🦂িকান ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে বিনিয়োগকারীদের।’