কোভিড অতিমারী প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই ভারতীয় বাজারꦺে কমছে সোনার༺ দাম। গত সপ্তাহের পরে চলতি সপ্তাহেও সেই ধারা অব্যাহত রইল।
মঙ্গলবার এমসিএক্স সূচকে ০.১% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫০,১৯০ টাকা। আর স🅷ূচকে ০.৫% পতনের ফলে রুপোর দাম প্রতি কেজি যাচ্ছে ৬০,৭৩০ টাকা।
সোমবার দিনভর নামা🐻র পরে বাজার বন্ধের মুখে ১% ওঠে সোনার দর, যার ফলꦺে ১০ গ্রামের হিসেবে দাম বাড়ে ৫০২ টাকা। গতকালের হিসেবে দিনের শেষে সূচকে ২.৩% অর্থাৎ কেজিতে ১,৩৬০ টাকা বাড়ে রুপোর দামও।
গত ৭ অগস্ট রেকর্ড সৃষ্টি করে ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকায়। তার পর থেকে ক্রমাগত অস্থির বাজারের গতি সোনার দামে স্থিতি আনতে পারেনি। ১০ গ্রামের হিসেবে♛ বর্তমানে ৬,০০০ টাকা কমেছে সোনার দাম।
মার্কিন ডলারের দাম চড়ার জেরে গত সপ্তাহে সোনার দামে বড়সড় পতন দেখা দেয়। কোটাক সিকিওরিটিজ-এর তরফে বলা হয়েছে, ‘অর্থনেতিক ও রাজনেꦅতিক অস্থিরতা দেখা দিলে সোনায় বিনিয়োগ অনেক বেশি নিরাপদ মনে করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে একদিকে যেমন ঝুঁকি এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, তেমনই ডলারের দাম বাড়ার ফলে সোনার দাম নিম্নমুখী হয়েছে।’
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম কিছু কমার কারণে এ দিন সোনার দামে উত্থান দেখাদিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.১৫% বৃদ্ধির জেরে 🌟প্রতি আউন্সস সোনার দাম যাচ্ছে ১,৮৮৩.৬৯ ডলার। গত দিন অবশ🌄্য সূচকে উত্থান হয়েছিল ১.১%।
পাশাপ🐻াশি, সূচকে ০.১% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৩.৬৮ ডলার।
এই সমস্ত কারণে𝄹 সোমবার এসপিডিআর গোল্ট ট্রাস্টে মডুত সোনার পরিমাণ ০.১৬%ꦰ বৃদ্ধির ফলে পৌঁছয় ১,২৬৮.৮৯ টনে।