চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সস্তা হয়েছে সোনা। শুক্রবারও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১০৮ টাকা কমে দাঁড়িয়েছে ৪৭,৫২৬ টাকা। বিশেষজ্ঞদের মতে, এটাই সোনা কেনার জন্য ভালো সময়। কারণ সার্বিকভাবে এখন হলুদ ধাতুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। যা আগামী অক্টোববর-নভেম্বর নাগাদ ৫২,৫০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের মত।বিশ্বের কয়েকটি দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ার ফলে সোনার দামে প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্বে মুদ্রাস্ফীতির হার বাড়ছে। সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সোনা নিয়ে লগ্নিকারীদের যে মনোভাব ছিল, তা প্রভাবিত হয়েছে। যদিও তাঁদের মতে, বেশিদিন সোনার দাম নিম্নমুখী থাকবে না। বরং এবারের দীপাবলির মধ্যে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ৫২,৫০০ টাকার স্তরে পৌঁছে যেতে পারে। রেলিগ্রে ব্রোকিং লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট সুগন্ধা সচদেব জানান, এখনও সোনার নিম্নমুখী প্রবণতা জারি আছে। তাই সোনার দামে সামান্য পতন হলেও তা হলুদ ধাতু ক্রয়ের ভালো সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত ১০ গ্রাম সোনা ৪৮,৫০০ টাকায় বাধা পাচ্ছে। সেই বাধা পার করে গেলেই চলতি বছরের দীপাবলির মধ্যে ১০ গ্রাম সোনার দাম ৫২,৫০০ টাকায় পৌঁছে যেতে পারে। আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্ত জানান, এমসিএক্স সূচকে আপাতত ৪৬,৫০০ টাকা থেকে ৪৬,২০০ টাকার স্তরে সহায়তা পাচ্ছে ১০ গ্রাম সোনা। সেই পরিস্থিতিতে স্বল্পকালীন সময় যখনই দাম কমবে, তখনই সোনা কেনা উচিত। স্বল্পকালীন সময় ১০ গ্রাম সোনার দাম ৪৮,৫০০ টাকায় পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।