কেন্দ্র শুধু ট্রেড🦋িশনাল সংস্থাগুলিতে নয় বরং পুনর্নবীকরণ শক্তি, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা এবং অটোমেশনের মতো নতুন নতুন সরকারি সেকটরে নিয়োগ করেছে। শনিবার ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে জাতীয় রোজগার মেলায় বক্তব্য রাখার সময় এই কথা বলেন প্রꦕধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিভিন্ন সরকারি সংস্থা এবং দফতরে ৫১ হাজারেরও বেশি চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই রোজগার মেলায় নিয়োগ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন,'আমরা শুধু নিয়োগ করছি নꦑা। এই নিয়োগে൩র ক্ষেত্রে লক্ষ্য একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা।'
এ দিন বক্তব্যে তিনি ড্রোন ব্যবহারের উপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, 'ড্রোনের ব্যবহার ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফসলের উপর নজরদারি এবং সার প্রয়োগের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা যেতে পারেন।' তিনি জানান, ল্যান্ড ম্যাপি👍ংয়ের জন্য ড্রোনের ব্যবহার করা হচ্ছে। এদিন তিনি আরও উল্লেখ করে বলেন, হিমাচল প্রদেশের লাহৌল স্পিতি অঞ্চলে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এর ফলে ২ ঘণ্টার দূরত্বে মাত্র ২০-৩০ মিনিটেরও কম সময়ে ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতি প্রতিটি সেকটরে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে।
(পড়তে পারেন। ছবিতে রাহুলের সঙ্গে ওই মহিলা কে? নেটপাড়ায় প্রশ💞্ন বাড়তেই কংগ্রেস দিল জবাব, কটাক্ষ বিজে♉পিকে)
তিনি উল্লেখ করেন গুজরাটের ধর্দো গ্রামের কথা। যে গ্রাম সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের সেরা গ্রামের শিরোপা পেয়েছে। এ ছাড়া শা🥂ন্তিনিকেতন এবং হোয়াসালা মন্দির বিশ্বের ঐতিহ্যবাদী স্থানের স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি পর্যটন ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস✨্থানের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রেও অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, 'নতুন জাতীয় শিক্ষানীতি, নতুন মেডিক্যাল কলেজ আইআইটি, আইআইএম এবং আইআইআইটি তৈরি হয়েছে। দেশের কয়েক কোটি যুবক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। বিশ্বকর্মা বন্ধুদের জন্য প্রধ𒈔ানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে।' তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বিশ্বকর্মাদের আধুনিক প্রযুক্তি 𒅌এবং সরঞ্জামগুলির সঙ্গে সংযুক্ত করছে।