এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে! কেরলের কাসারগড় জেলায় গাড়ি পার্কিং করছিলেন এক ব্যক্তি। আর সেই গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল তাঁরই নাতির। সূত্রের খবর বুঝতে না পেরে নাতির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন ওই ব্যক্তি। মৃত্যু হয়েছে দেড় বছর বয়সি নাতির। নাম মাস্তুল জিশান। ১০ নভেম্বরের ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল ফুটফুটে শিশুটি। গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। আর অন্য একটি বাচ্চা গাড়িটি যাতে ঠিকঠাক করে যেতে পারে সেকারণে চেষ্টা করছিল। তার মধ্য়েই কখন যে ওই শিশুটি গাড়ির নীচে চলে গিয়েছে বোঝা যায়নি। অপর শিশুটি দ্রুত ওই শিশুটিকে গাড়ির নীচে থেকে বাঁচানোর চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে নেমে আসেন দাদু। তিনি দেখেন বাচ্চাটি গাড়ির তলায়। এরপর তিনি জখম নাতিকে বের করে আনেন। চিৎকার করে ওঠেন তিনি। বাড়ির অন্যান্যরাও বেরিয়ে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। চোখের সামনে শেষ হয়ে গেল ফুটফুটে শিশু। আর সেটাও আবার দাদুর গাড়িতেই। এর চেয়ে মর্মান্তিক আর কী হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শোকে পাথর হয়ে গিয়েছে গোটা পরিবার। কীভাবে এই শোক সামলানো সম্ভব? পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।