দোরগোড়ায় গুজরাট ভোট। তার আগে শনিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। কী থাকছে সেই ইস্তেহারে? ইস্তেহারে ২ মিলিয়ন কাজের প্রতিশ্রুতি, ১ ট্রিলিয়ন অর্থনীতির রাজ্য হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হল গুজরাট অলিম্পিক মিশনকে সফল করার প্রতিশ্রুতি। এর সঙ্গেই রিকভারি অফ ড্য়ামেজেস অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্ট🗹িজ অ্য়াক্টকে প্রয়োগ করার কথাও উল্লেখ করা হয়েছে ইস্তেহারে।
দাঙ্⛎গা, হিংসাত্মক কর্মকাণ্ডের জেরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হলে তা আদায় করা হবে হামলাকারীদের কাছ থেকে। এমন আইন গুজরাটে প্রয়োগ করার কথা উল্লে🅷খ করা হয়েছে ইস্তেহারে। গুজরাটে বিজেপি সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উপস্থিতিতে প্রকাশিত হয় এই ইস্তেহার।
জেপি নাড্ডা বলেন, যেটা আমরা বলি সেটা আমরা করি। যেটা বলি না সেটাও করি। এটাই আমাদের বিশেষ🎀ত্ব। আমরা কোথায় বলেছিলাম যে রাজকোটে গ্রিনফিল্ড এয়ারপোর্ট🐓 করা হবে! কিন্তু সেটা করা হয়েছে।
বিজেপি গুজরাট অলিম্পিক মিশনের কথাও উল্লেখ করেছে তাদের ইস্তেহারে। ২০৩৬ সালে গুজরাটে অলিম্পক গেমস আয়োজনের টার্গেট নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে ২০,০০০ সরকারি স্কুলকে উৎকর্ষের কেন্দ্র হিসাবে গড়ে তোলা 🐈হবে। এজন্য ১০,০০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে।
এদিকে গত ৫ নভেম্বর দ🎉লের তরফে অগ্রসর গুজরাট প্রচার শুরু হয়েছিল।এই প্রচারের মাধ্যমে সཧাধারণ মানুষের কাছ থেকেও উন্নয়ন নিয়ে মতামত চাওয়া হয়েছিল।