জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট বারাণসী জেলা আদালতে জমা💎 দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। তবে এই রিপোর্ট চূড়ান্ত নয় বলেই দাবি করেছে মুসলিম পক্ষ। আর এবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নꦇেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, ‘মুসলমানদের উচিত জ্ঞানবাপী মসজিদ সাইটটি হিন্দুদের হাতে তুলে দেওয়া।’ একজন মন্ত্রীর এই ধরনের মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ হওয়ার আগে ওখানে বিরাট ম༒ন্দির ছিল, দাবি হিন্দু পক্ষের
এদিন মন্ত্রী রাম মন্দিরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সনাতনীরা এটিকে স্বাগত জানিয়েছে। তবে আমাদের দাবি সর্বদা অযোধ্যা, কাশী এবং মথুরা ছিল।আমি আমার মুসলিম ভাইদের কাছে আবেদন কর🏅ব, সব প্রমাণ বেরিয়ে এলে কাশীকে হিন্দুদের হাতে তুলে দিন যাতে সাম্প্রদায়িಌক সম্প্রীতি বজায় থাকে। আমরা স্বাধীনতার পর কোনও মসজিদ ভাঙিনি, কিন্তু পাকিস্তানে কোনো মন্দির অবশিষ্ট নেই।’
এরপরেই মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করতে পারে এমন কোনও বিবৃতি দেওয়া উচিত নয়।’ মন্ত্রী বলেন, ‘আমি সম্প্রীতির জন্য বলছি। উস্কানিমূলক বিবৃতি দেবেন না। বর্তমান ভারত বদলে গিয়েছে। সনাতন তরুণরা জেগে উঠেছে।’ এখানেই থেমে না থেকে মন্ত্রী আরও বলেছেন, ‘যদি কেউ বাবর বা ঔরঙ্গজেব হওয়ার চেষ্টা করে যুবকদের মহারানা প্♔রতাপ হতে হবে। আপনার উচিত শান্তি বজায় রা🐟খা নিশ্চিত করা।’ প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ নিয়ে এএসআই সমীক্ষার প্রতিবেদন প্রকাশের একদিন পরে এই মন্তব্য করেছেন মন্ত্রী। হিন্দু মামলাকারীদের পক্ষের আইনজীবী দাবি করেছেন, একটি মন্দির ভেঙে ফেলার পরে মসজিদটি নির্মিত হয়েছিল।