ভার্টিকা কনৌজ
এইচ ওয়ান বি নন ইমিগ্রান্ট ভিসা। তার পুনর্নবীকরণ করার সুযোগ দিতে মার্কিন কর্তৃপক্ষ পাইলট প্রকল্প নিয়ে আসছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই কর্মসূচি চালু হতে পারে। সব মিলিয়ে ২০,০০০ জনের জন্য এই কর্মসূচি চালু করা হচ্ছে।তবে এটা কেবলমাত্র ভারতীয় ও কানাডিয়ানদের ﷺজন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি জেনে নিন।
H-1B পাইলট প্রকল্পের জন্য ২৯ জানুয়ারি থেকে আꦫবেদনপত্র নেওয়া হবে। আগামী ১ এপ্রিল পর্যন্ত এই আবেদনপত্র নেওয়া হবে। ডোমেস্টিক ভিসা ও পুনর্নবীকরণ সংক্রান্ত বিষয়গুলিকে আরও বিশেষভাবে কার্যকরী করার নিরিখে এই উদ্যোগ।
আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 🀅তিন মাসের জন্য় এই আবেদন করা যাবে।
H1 B Pilot Project:
প্রতি সপ্তাহে এই ধরনের ভিসার জন্য় ৪০০০জ🍰ন আবেদন করতে পারবেন। তার মধ্য়ে ২০০০টি থ🌺াকবে যারা মিশন কানাডা থেকে H-1B ভিসা পেয়েছেন। আর ২০০০টি স্লট থাকবে যারা মিশন ইন্ডিয়া থেকে এই ধরনের ভিসা পেয়েছেন।
২৯ জানুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ১২♚ ফেব্রুয়ারি, ১৯ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি এই দিনগুলিতে এই স্লটগুলি পাওয়া যাবে।
যদি আপনার বিগত H-1B ভিসা মিশন ইন্ডিয়া দিয়ে থাকে, তবে আপনি তার পুনর্💎নবীকরণের জন্য এই সাপ্তাহিক স্লটের যেকোনও দিন ব্যবহার করতে পারবেন।
কোথায় আবেদন করবেন?
এখানে আবেদন করতে পারেন।
এছাড়াও www.regulations.gov এখান♏ে সার্চ করে দে🍷খতে পারেন।
আবেদনকারীরা প্রয়োজনে Jami T🌃hompson, Senior Regulatory Coordi🦂nator, Visa Services, Bureau of Consular Affairs, Department of State; email: [email protected]
এখানে লিখতে পারেন।
মিশন কানাডা থেকে যে ভিসা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল আর মিশন ইন্ডিয়া♎ থেকে যে ভিসা ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে করা হয়েছিল তারা পুনরায় নবীকরণের জন্য আবেদন করতে পারেন।