একজন হ্যাকার সাংহাই পুলিশের কাছ থেকে ১০০ কোটি চিনা নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করেছে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এটি বিশ্বের সবচেয়ে বড় তথ্য সুরক্ষা লঙ্ঘনের ঘটনা হবে। মো♑টা অঙ্কের অর্থের বিনিময়ে উক্ত হ্যাকার চিনা নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্তি করতে চায় বলে জানিয়েছে। যা নিয়ে তৈরি হয়ে চরম♑ জল্পনা।
‘চায়নাডান’ নামক ইন্টারনেট ব্যবহারকারী গত সপ্তাহে হ্যাকার ফোরাম ব্রিচ ফোরামসে পোস্ট করেন। সেখানে সেই হ্যাকার দাবি করেন ১০ বিট💎কয়েনের বদলে ২৩ টেরাবাইটের তথ্য বিক্রি করতে চান তিনি। হ্যাকারের পোস্টে লেখা, ‘২০২২ সালে সাংহাই ন্যাশনাল পুলিশ ডেটাবেস ফাঁস হয়েছিল। এই ডেটাবেসে কোটি কোটি চিনা নাগরিকের অনেক টিবি ডেটা এবং তথ্য রয়েছে। ডেটাবেসে ১ বিলিয়ন চিনা নাগরিক এবং কয়েক বিলিয়ন কেস রেকর্ডের তথ্য রয়েছে। যার মধ্যে রয়েছে: নাম, ঠিকানা, জন্মস্থান, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, সমস্ত অপরাধ/কেসের বিবরণ।’
সাংহাই সরকার এবং পুলিশ বিভাগ এখনও এই বিষয়ে কিছু বলেনি। এদিকে চিনা ‘টুইটার’ নামে খ্যাত ওয়েইবো এবং উইচ্যাটে এই হ্যাকারের পোস্ট ঘℱিরে ঝড় উঠেছে। পরবর্তীতে ‘ডেলা লিক’ হ্যাশট্যাগটি নিষিদ্ধ করে ওয়েইবো। এদিকে ‘চায়নাডান’ নামর হ্যাকারের সঙ্গে এখনও যোগাযোগ করജতে পারেনি রয়টার্স। তাই এই পোস্টের সত্যতা ঘিরে এখনও সংশয় রয়েছে।