সামনেই ২০২৪ হরিয়ানা বিধানসভা ভোট। তার আগে, জমি পোক্ত রাখতে তুঙ্গে প্রচার চালাচ্ছে বিজেপি। এদিকে, সদ্য হরিয়ানার কুরুক্ষেত্রে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের দিকে নিশানা তাক করে একাধিক অভিযোগে সরব হন। সেখানের জনসভায় তিনি দেশের সংরক্ষণের প্রসঙ্গ তোলেন। যে সংরক্ষণ ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। কংগ্রেসে সেই ‘🦹সংরক্ষণ’ অস্ত্রেই এবার রাহুলদের নিশানা করল𝔍েন মোদী।
জনসভায় মোদী বলেন,'এই (গান্ধী) পরিবার সবসময় ওবিসি, দলিত এবং উপজাতিদের♔ অপমান করেছে। নেহেরুজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। তিনি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে একটি চিঠি লিখেছিলেন, যার প্রমাণ পাওয়া যায়।' মোদী দাবি করেছেন যে, নেহেরু আরও বলেছিলেন যে যদি সংরক্ষণ প্রাপ্তরা চাকরি পান তবে সরকারি পরিষেবার মান খারাপ হবে। মোদীর দাবি, যাঁরা সংরক্ষণের আওতায় চাকরি পেয়েছেন, তাঁদের এককালে রাজীব গান্ধী ‘বুদ্ধু’ সম্বোধন করেছিলেন। বিজেপির ম﷽ঞ্চ থেকে মোদী বলেন,' ইন্দিরা গান্ধী যখন এসেছিলেন, তিনি ওবিসি সংরক্ষণের উপর স্থগিতাদেশও দিয়েছিলেন... রাজীব গান্ধীও সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। একটি সাক্ষাৎকারে, তিনি এমনকি যাঁরা সংরক্ষণ পেয়েছেন তাঁদের ‘বুদ্ধু’ বলে সম্বোধন করেছেন।'
(‘কেরিয়ার নষ্ট হবে’, বলল কোর্টꦛ, ধর্ষণে অভ♏িযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন )
কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন,'দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং দেশের মানুষের কাছে মিথ্যা বলা কংগ্রেসের অভ্যাস। কংগ্রেস হিমাচলের অবস্থা এতটাই খারাপ করে🦩ছে যে সমস্যার সমাধান হচ্ছে না।' কুরুক্ষেত্রের সভা থেকে নরেন্দ্র মোদী বলেন,' ভারতকে উন্নত করতে হরিয়ানার উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। হরিয়ানার পবিত্র ভূমি থেকে আমি আপনাদের সবাইকে আবার বিজেপি সরকার গঠনের অনুরোধ করছি। হরিয়ানার মুখ্যমন্ত্রী ২৪ ঘন্টা কাজ করতে নিবেদিত।' তিনি বলেন,'কুরুক্ষেত্রে এসে ভারতীয় সংস্কৃতির তীর্থস্থান দেখে মন ভরে যায়। এখানে গীতার জ্ঞান, এখানে সরস্বতী সভ্যতার নিদর্শন রয়েছে, এটি গুরু গোবিন্দ সিং জির ষষ্ঠ পটশাহীর দেশ। শ্রীগুরু গোবিন্দ সিং জির চরণ এখানে রয়েছে।'