সদ্য মুক্তি পেয়েছে বাংলাদেশি ছবি হাওয়া। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেড প্রযোজিত ছবি হাওয়া এবার উড়ে যাচ্ছে কানাডায়। কানাডার ১১ টা হলে এই ছবিটি দেখানো হবে। হাওয়ার পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। ছবিটির পরিবেশনা করেছে স্বপ্ন স্কেয়ারক্রোর। আগামী ২ সেপ্টেম্বরের পর থেকেই কানাডায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। এরপরই আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দারা এই ছবিটি দেখতে পাবেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ১০০ এরও বেশি হলে মুক্তির টার্গেট নিয়েছে এই ছবির পরিবেশনা সংস্থা।জানা গিয়েছে কানাডার সিনেপ্লেক্স ইগ্লিন্টন টাউন সেন্টার (টরন্টো), সিনেপ্লেক্স কান্ট্রি পার্ক (মিসিসাগা), সিনেপ্লেক্স সাউথ কিইস (অটোয়া), সিনেপ্লেক্স ফোরাম (মন্ট্রিল) , সিনেপ্লেক্স সিনেমাস নরম্যানভিউ (রেজিনা), সিনেপ্লেক্স স্ট্রবেরি হিলস (সারে), সহ মোট এগারোটি হলে দেখানো হবে ছবিটি।মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটির কাহিনি এবং সংলাপ লিখেছেন পরিচালক স্বয়ং, তাঁর সঙ্গে ছিলেন জাহিন ফারুক আমিন, সুকর্ন সাহেদ ধীমান। এই ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসিরউদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী ঋজু, মাহমুদ হাসান, প্রমুখ। হাওয়া ছবিটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান। আবহ সঙ্গীতে ছিলেন রাশিদ শরীফ শোয়েব, এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। সম্পাদনায় ছিলেন সজল অলক।এই ছবিটি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রায় সমস্ত হলেই হাউজফুল যাচ্ছে। শুধু ঢাকা নয়, তার বাইরেও একাধিক হলে হাউজফুল যাচ্ছে এই ছবিটি। যশোরের মণিহার হল, ঢাকার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, সহ সমস্ত মাল্টিপ্লেক্সে হাউজফুল যাচ্ছে এই ছবিটি। আগামী সপ্তাহের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুধু তাই নয়, এই ছবি দেখার জন্য সিনেমা হলের সামনে মারপিটের খবরও পাওয়া গিয়েছে।