বাংলা নিউজ > ঘরে বাইরে > HDFC FD Interest Rate Hiked: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HDFC! SBI, PNB-তে টাকা রাখলে কত লাভ হবে?
ফ꧟িক্সড জিপোজিটে (এফডি) সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক। কয়েকট🧜ি মেয়াদের এফডিতে সুদের হার বাড়ানো হয়েছে। দু'কোটি টাকার নীচে এফডির ক্ষেত্রে তা কার্যকর হতে চলেছে। নয়া হার কার্যকর হওয়ার ফলে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ফিক্সড জিপোজিটে তিন শতাংশ থেকে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন (সাধারণ গ্রাহকরা)। যা ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে।
HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার
- ৭ দিন থেকে ১৪ দিন: ৩ শতাংশ।
- ১৫ দিন থেকে ২৯ দিন: ৩ শতাংশ।
- ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
- ৪৬ দিন থেকে ৬০ দিন: ৪.৫ শতাংশ।
- ৬১ দিন থেকে ৮৯ দিন: ৪.৫ শতাংশ।
- ৯০ দিন থেকে ৬ মাস: ৪.৫ শতাংশ।
- ৬ মাস ১ দিন থেকে ৯ মাস: ৫.৭৫ শতাংশ।
- ৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম: ৬ শতাংশ।
- ১ বছর থেকে ১৫ মাসের কম: ৬.৬ শতাংশ।
- ১৫ মাস থেকে ১৮ মাসের কম: ৭.১ শতাংশ।
- ১৮ মাস থেকে ২১ মাসের কম: ৭ শতাংশ।
- ২১ মাস থেকে ২ বছর: ৭ শতাংশ।
- ২ বছর ১ দিন থেকে ৩ বছর: ৭ শতাংশ।
- ৩ বছর ১ দিন থেকে ৫ বছর: ৭ শতাংশ।
- ৫ বছর ১ দিন থেকে ১০ বছর: ৭ শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ফিক্সড ডিপোজিটের সুদের হার
সাতদিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। তাতে সাধারণ গ্রাহকদের জন্য তিন শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ প্রদান করা হয়ে থাকে। প্রতিটি মেয়াদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বাড়তি ৫০ বেসিস পয়েন্ট সুদ প্রদান করে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা🧜 ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
- ৭ দিন থেকে ৪৫ দিন: ৩ শতাংশ।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
- ১৮০ দিন থেকে ২১০ দিন: ৫.২৫ শতাংশ।
- ২১১ দিন থেকে ১ বছরের কম: ৫.৭৫ শতাংশ।
- ১ বছর থেকে ২ বছরের কম: ৬.৮ শতাংশ।
- ৪০০ দিন: ৭.১ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছরের কম: ৭ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৫ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছর: ৬.৫ শতাংশ।
)