উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিক🥃প্টার ভেঙে নিহত ৫। চার ধাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে ভেঙে পড়ে বেসরকারি সংস্থার কপ্টারটি। কপ্টারে চালকসহ ৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক খবরে খারাপ আবহাওয়ার জন্য দুর্ঘটনা বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উত্তরাখণ্ডে চলছে চার ধাম যাত্রা। কেদারনাথ, বদ্রিন🌠াথ, গঙ্গোত্রী ও যমুনত্রীতে যাচ্ছেন হাজার হাজার তীর্থযাত্রী। অনেকে হেলিকপ্টারে করেও পৌঁছচ্ছেন তীর্থস্থানগুলিতে। আর সেඣই পরিষেবা দিচ্ছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। বৃহস্পতিবার সকালে যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে সেটি অ্যারো ট্রিক নামে একটি সংস্থার বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় উদ্ধারকারীরা। আহত ২ জনকে উদ্ধার করে তাঁরা হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের দেহ উদ্ধারের কাজ চলছে।
বলে রাখি, চার ধাম যাত্রার 🧸মধ্যেই উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।