নয়-নয় করে দীর্ঘ ১৮ মরশুমে পা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। গত ১৭টি মরশুমে প্রতিবারই অন্যতম ফেভারিট হিসেবে আইপিএল অভিযান শুরু করে আরসিবি। তবে কোনওবারই খেতাব জিততে পারেননি বিরাট কোহলিরা। এবারও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার প্লে-অফের দোরগোড়ায় র🐷য়েছেন কোহলিরা। সুতরাং, প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাটদের সামনে।
যদিও আরসিবি দলনায়ক রজত পতিদার মানতে চাইলেন না যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কখনও ট্রফি জে𓆉তেনি। বরং যাঁরা আরসিবির ব্যর্থতা সামনে তুলে ধরতে উদ্যত, তাঁদের ভুল ধরিয়ে দিলেন পতিদার। তাঁর দাবি, আরসিবি শিবিরে ট্রফি ঢোকেনি, এই তথ্য পুরোপুরি ভুল। কেননা ইতিমধ্যেই একটি ট্রফি জিতেছে বেঙ্গালুরু।
রজত আসলে স্মৃত꧂ি মন্ধনাদের জেতা ডব্লিউপিএল ট্রফির কথা স্মরণ করিয়ে দেন। আরিসিবির ছেলেদের দল কখনও ট্রফি জেতেনি। তবে মেয়ে🐎দের দল উইমেন্স প্রিমিয়র লিগের খেতাব জেতে ২০২৪ সালে। পতিদার এক্ষেত্রে মহিলাদের জেতা সেই ট্রফিই ছেলেদের দলকে উদ্দীপ্ত করছে বলে জানান।
পতিদারের সামনে প্রসঙ্গ উত্থাপন করা হয় যে, ১৮ বছর ধরে ট্রফির খোঁজে রয়েছে আরসিবি। কোনও ক্যাপ্টেন এখনও ট্রফি হাতে তুলতে পারেননি। আরসওিবির প্রথম ক্যাপ্টেন হিসেবে ট্রফি জেতার সুযোগ রয়েছে রজতের সামনে।
জবাবে পতিদার বল🧸েন, ‘আমরা একটা ট্রফি জিতেছি। আমাদের মেয়েদের দল জিতেছে এবং এটা আমাদের অনুপ্রেরণা জোগায়। সুতরাং আমাদের একটা ট্রফি রয়ღেছে। তাই কেউ বলতে পারবে না যে, আরসিবি ট্রফি জেতেনি।’
পরক্ষণেই পতিদার বলেন, ‘যখন আমি আরসিবির ক্যাপ্টেন্সি হাতে পাই, এটা একটা বিরাট ফ্র্যাঞ্চাইজি। আমি বরাবর আরসিবিকে ভালোবাসি। আইপিএল দেখতাম বিরাট ভাই, এবিডি, ক্রিস ෴গেইলদের জন্য। আমি ওদের টিভিতে দেখতে অভ্যস্ত ছিলাম। তাই একবার অন্তত আরসিবির হয়ে খেলার স্বপ্ন ছিল আমার।’
আরও পড়ুন:- টেস্টের অভিজাত ক্লাবের দরজা উপেক্ষা করলেন কোহলি, অবসর নেওয়ায় হাতছাড়া ২টি 🌌বিরাট রেকর্ড
আরসিবির সার্বিক আইপিএল পারফর্ম্যান্স
উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত তিনবার আইপিএলের ফাইনালে🌼 ওঠে। তবে তিনবারই ফাই𝓀নালে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আরসিবি ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে।
এছাড়া আরও ৬ বার আইপিএলের প্লে-অফে ওঠে বেঙ্গালুরু। তারা ২০১০, ২০১৫, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৪ সালে আইপিএলের প্লে-𝓡অফের টিকিট পা♍য়। গত ১৭টি মরশুমের মধ্যে ৮ বার প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় আরসিবি।