মাস দুয়েক আগে একটি বাড়ি থে✱কে চুরি হয়ে গিয়েছিল সোনার গয়না এবং কয়েকটি ♚দামি বেনারসি শাড়ি। অথচ এতদিন চুরির বিষয়টি টেরই পাননি বাড়ির সদস্যরা। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ পোস্টে সেই শাড়ি এবং গয়নার ছবি দেখতেই চুরির বিষয়টি জানতে পারে পরিবার। আর এই চুরির সঙ্গে জড়িত ছিল ওই বাড়ির পরিচালিকা। অবশেষে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের। ধৃত পরিচারিকার নাম পূজা সর্দার। তার কাছ থেকে মোট তিনটি বেনারসি শাড়ি এবং সোনার গয়না উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বাইক চুরি করে ঘুরে বেড়াত, তেল শেষ হলে নামত নয়া 'মিশন🍷ে', কলকাতায় পাকড়াও চোর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের বাসিন্দা আশিস দাশগুপ্তের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে গত ফেব্রুয়ারি মাসে। সেখানেই পরিচারিকার কাজ 💧করতেন পূজা। গত ফেব্রুয়ারি মাসে আশিসরা সপরিবারে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে আলমারির দরজা খুলে আশিস বাবুর মেয়ের বিয়ের বেনারসি এবং তাঁর স্ত্রীর দুটি শাড়ি চুরি করে পূজা। এছাড়াও বেশ কিছু সোনার গয়না সে চুরি করে। বাড়িতে ফিরে আসার পরেও চুরির বিষয়টি বুঝতে পারেননি আশিস এবং তাঁর স্ত্রী।
কিছুদিন আগেই ফেসব🦄ুকে একটি রিলস আপলোড করে পূজা। তাতে চুরি হওয়া বেনারসি শাড়ি পরে থাকতে দেখা যায় তাকে। এছাড়াও, চুরি করা গয়নাও পরেছিল পূজা। সেই র🙈িলস দেখে রীতিমতো আঁতকে ওঠেন আশিসের মেয়ে। নিজের বিয়ের শাড়ি এবং গয়না চিনতে তাঁর দেরি হয়নি। এরপর সঙ্গেসঙ্গে আলমারি খুলতেই দেখতে পান শাড়ি এবং গয়না গায়েব রয়েছে। এরপর রিলসের স্ক্রিনশট নিয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান আশিস। তথ্য প্রমাণ পেয়ে পুলিশ ওই পরিচারিকাকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, প্রথমে চুরির কথা স্বীকার করতে চায়নি পূজা। পরে পুলিশি জেরায় সে চুরির কথা স্বীকার করে নেয়। আগে নিউ বারাকপুরে একটি বাড়িতে ভাড়া থাকত পূজা। কিন্তু, চুরির ঘটনার পরেই সে মধ্যমগ্রামে একটি বাড়ি ভাড়া নেয়। চুরির বিষয়টি সাম⭕নে আসতেই চাঞ্চল্🧸য ছড়ায় এলাকায়। প্রথমে তার কাছ থেকে একটি শাড়ি উদ্ধার করা হলেও পরে আরও দুটি শাড়ি ও গয়না উদ্ধার করে পুলিশ। সেগুলি আশিসের হাতে তুলে দেওয়া হয়েছে।