যে ইলিশ ধরতে প্রাণ হাতে নিয়ে উত্তাল সমুদ্রে অভিযানে যেতে হয় মৎস্যজীবীদের, সেই ইলিশ যদি পাওয়া যায় পুকুরে তাহলে তো শোরগোল হবেই। তেমনই একটা কাণ্ড ঘটেছে বাংলাদেশের নোয়াখালি জেলায়। সেখানে পুকুরের জল ছেঁচার সময় পাওয়া গিয়েছে একটি ১ কেজি ওজনের ইলিশ মাছ। যা দেখে ౠঅবাক পুকুরের মালিক থেকে এলাকার বাসিন্দারা। তবে মৎস্যচাষ বিশেষজ্ঞরা পুকুরে ইলিশ পাওয়া যাওয়া অস্বাভাবিক বলে মনে করছেন না।
আরও পড়ুন: বান্ধবীকে 'বিয়ে' করেছিলেন কোন্নগরꦡে সন্তান খুনে অভিযুক্ত মা, আগ্রাতে হানিমুন!
শুক্রবার সকালে নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজরে পাম্প লাগিয়ে পুকুর ছেঁচছিলেন আবু নাসের সজী♕ব নামে এক ব্যক্তি। পুকুরের মালিক অবশ্য এনামুল হক নামে অন্য এক জন। আবু নাসের জানিয়েছেন, রাত থেকে পাম্প দিয়ে পাশের পুকুরে সেচ দিচ্ছিলাম। সকাল সাড়ে সাতটা নাগাদ জল কিছুটা কমে এলে তিনি ও আরও কয়েকজন জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। তখন জালে ধরা পড়ে ইলিশটি। প্রথমে কেউই ইলিশ মাছ বলে বিশ্বাস করছিল না। পরে অবশ্য মাছটি ইল𝕴িশ বলে নিশ্চিত হওয়া যায়।
পুকুরের মালিক জানিয়েছেন, আ🅺মার পুকুর কোনও দিন বানের জলে ভাসেনি। কখনও বাইরের জলও ঢোকেনি। তবে বছর খানেক আগে নদী থেকে কিছু মাছের পোনা এনে পুকুরে ছেড়েছিলাম, তার সঙ্গে ইলিশ মাছের চারাটি চলে আসতে পারে। ম🦹িষ্টি জলের পুকুরে ইলিশ মাছ দেখে অবাক স্থানীয়রা।
আরও পড়ুন: বর্ধমানে স্কুলের বাইরে মদ খেয়ে ♔রাস্তায় প✅ড়ে আছেন বর্ষীয়ান শিক্ষক!
স্থানীয় মৎস্য আধিকারিক বলেন, মিষ্টি জলে ইলিশ মাছ ཧবেঁচে থাকতে পারে। তবে তার বৃদ্ধি কম হয়। তাছাড়া মিষ্টি জলে ইলিশের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না। তাই মিষ্টি জলে ইলিশের চাষ অ🔥র্থকরী নয়।