বাংলায় কতজন মাদকাসক্ত তার পরিসংখ্🅷যান জানতে চেয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তার মধ্য়ে গাঁজাখোরদেরও সংখ্যাটাও জানতে চান তিনি। মূলত নেশামুক্ত ভারত অভিযানের প্রভাব বাংলায় কতটা পড়েছে সেটাই জেনে নিতে চান বিজেপি সাংসদ।
এই বাংলায় গাঁজাখোরদের সংখ্য়া কত? বিষ্ণুপুরের বিজেপি সℱাংসদ সৌমিত্র খাঁ জানতে চেয়েছেন। শুধু বাংলায় নয়, এই বাংলার একেবারে জেলা ধরে ধরে তিনি এই সংখ্য়া জানতে চেয়েছেন। দেশের সামাজিক ন্য়ায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কাছে তিনি এই তথ্য় জানতে চেয়েছেন।
নেশামুক্ত সমাজ গড়া♛র লক্ষ্যে নানা প্রচার চালাচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকারের এনিয়ে স্কিমও রয়েছে। সেক্ষেত্রে বাংলায় তার প্রভাব কতটা পড়েছে। কতজন মানুষ নেশামুক্ত অবস্থায় রয়েছেন, কতজন মানুষ নেশায় আসক্ত তারই একটা পরিস্কার ছবি পেতে চান সৌমিত্র খাঁ। সেকারণেই তিনি জা꧒নতে চেয়েছেন।
মূলত তিনটি ধাপে তিনি এই প্রশ্ন করেছেন।
প্রথম ধাপে তিনি জানতে চেয়েছেন, জেলা ভ♛িত্তিক মাদকꦡাসক্তের সংখ্যা কত?
দ্বিত𒐪ীয় পর্যায়ে তিনি জানতে চান, পশ্চিমবঙ্গে মাদকের নেশা রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও তার প্রভাব ঠিক কেমন?
তৃ꧂তীয় ক্ষেত🔴্রে তিনি জানতে চান মাদকাসক্তদের নেশামুক্তি, তাদের পুনর্বাসন ও মাদক বিরোধী প্রয়াসের পরিস্থিতি বাংলায় কেমন?
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সৌমিত্র খাঁ জানিয়েছেন, একথা ঠিকই যে আমি যাঁদের হিসাব চেয়েছি তাঁদের মধ্য়ে অধিকাংশই আসলে গাঁজার নেশা করেন। তবে সব রকমের মাদকাসক্♐তদের বিষয়েই জানতে চেয়েছি। তবে ঠিক কোন ভাবনার জেরে তিনি মাদকাসক্তদের সম্পর্কে পরিসংখ্য়ান জানতে চাইলেন সেকথাও জানিয়েছেন বিজেপি সাংসদ। সৌমিত্র জানিয়েছেন, আমি চাইছি এই সব নেশা থেকে মানুষ যাতে দূরে থাকেন। তার জন্য নজরদারির প্রয়োজন। সরকারের নজরদারি কতটা রয়েছে, নজরদারিতে কী তথ্য় উঠে এল এসব জানতে পারলে নিয়ন্ত্রণ করা সহজ হবে।🉐
তিনি🌄 আরও জানিয়েছেন, যাঁরা নিয়মিত মদ্য়পান করেন তাঁরা সাধারণত নির্দিষ্ট কোনও দোকান থেকে মদ কেনেন। সপ্তাহে কত মদ বিক্রি হচ্ছে, কারা আসছেন কিনতে, কতটা কিনছেন সেই সব তথ্য বিশদে থাকলে তবেই মদ্যপানের প্রবণতা নিয়ন্ত্রণে আনা সম্ভব। নজরদারি থাকলেই সেই তথ্য প্রশাসনের হাতে থা𒁃কবে। জানিয়েছেন সৌমিত্র খাঁ।
তাঁর মতে কিছু এলাকার উপর নজরদারি বাড়ালেই বোঝা যাবে পরিস্থিতি কেমন। সেই জন্যই এই তথ্য় চাইছেন সৌমিত্র। এবার স🅰ংসদে এনিয়ে সরকার কী জবাব দেয় সেটাই দেখার।