ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে মোবাইল নম্বর দিতে হয়। সেই নম্বরে𓄧ই সমস্ত ধরণে꧟র নোটিফিকেশন মেসেজের মাধ্যমে ব্যাঙ্ক পাঠায়। টাকা লেনদেন সংক্রান্ত মেসেজের জন্য এটি অত্যন্ত্য গুরুত্বপূর্ণ। কিন্তু, অনেকেই বিভিন্ন কারণে অ্যাকাউন্টে দেওয়া নম্বরটি পাল্টান।
আবার অনেক সময়ে মা-বাবা বা স্বামী/স্ত্রী'র ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলেন অনেকে। সেটি পরে পালটোনোর প্রয়োজন হলে তখন 🉐আবার ব্যাঙ্কে ছুটতে হয়।
কিন্তু না, ব্যাঙ্কে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বাড়ি 🌳বসে অনলাইনেই বদলাতে পারবেন সেই নম্বর। প্রয়োজন খাꦿলি একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশনের।
দেখুন অনলাইনে কীভাবে SBI অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর বদলে নেবেন (How to change SBI Account Phone number online):
SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন।
পেজের উপরের বাঁ দিকে একটি অপশন প💃াবেন- 'M🌃y Accounts and Profile'
সেখানে একটি ড্রপ ড🅺াউন মেনু ♔পাবেন। সেখানে Profile-এ ক্লিক করুন।
এরপর Personal Details/Mobile-এ ক্লিক করুন।
Profile Password দিন। এরপর Submit করুন।
এরপর য💜ে পেজ আসবে, সেখানে 'Change Mobile Number-Domestic only (Through OTP/ATM/🐓Contact Centre)' বলে একটি অপশন পাবেন।
নতুন একটি পেজ খুলবে। সেখানে পাবেন 'Personal Details-Mobile Number Update'-এর অꦜপশন।
সেখানে আপনার নতুন ফোন নম্বর পাল্টানোর অপশন পাবেন।
এরপর বিভিন্নভাবে ভেরিফিকেশনের অপশন পাবেন।
১. OTP-র মাধ্যমে। দুটি নম্বরেই ওটিপি আসবে। (দুটি ✅নম্বরই হাতের সা🐭মনে থাকলে এটাই বেস্ট অপশন)
২. IRATA: ইন্টারনেট ব্যাঙ্কিং রিকোয়ে𒆙স্ট অ্যাপ🤡্রুভাল ATM-এর মাধ্যমে।
৩. কনট্যাক্ট সেন্টারের মাধ্যমে ভেরিফিকেশন।