রাস্তায় কোনও নিয়ম (জেব্রা ক্রসিং বা সিগন্যাল ভেঙেছেন) মানেননি? তাহলে আপনার ই-চালান জারি করা হবে। সেটা অনেকে জানতেও পারেন না। কারণ এখন সিসিটিভির সৌজন্যে কোনও নিয়ম ভাঙলেই গাড়ির নম্বর দেখে চিহ্নিত করে চালান পাঠিয়ে দেওয়া হয়। সেটায় যে জরিমানা হয়, তা অনলাইনেই জমা দেওয়া যায়। আবার আপনার নামে কোনও চালান আছ🅰ে কিনা, তাও দেখা যাবে।
নিজের নামে ই-চালান আছে কিনা, তা কীভাবে দেখবেন?
১) কেন্দ্রীয় সড✃়ক পরিবহণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে।
২) 'Other Products & Services'-র অধীনে🐷 'eChallan System' আছে। তাতে 'More'-এ ক্লিক করতে হবে।
৩)ཧ একটি নয়া পেজ খুলে যাবে। তাতে 'Get Challan Details'-তে ক্লিক করꦍতে হবে।
৪) 'Challan Details'-র আওতায় 'After getting challan details you can further go fꦡor online payment'-র নীচে 'Challan Number', 'Vehicle Number' বা 'DL Number'-র মধ্যে যে কোনও একটি বে🐎ছে নিতে হবে।
৫) 'Challan Number' বেছে দেওয়া থাকলে '♍Challan Number' এবং 'Captcha' দিতে হবে। তারপর ‘Get Detail’-তে ক্লিক করতে হবে গাড়ি ব্যবহারকারীকে।
৬) তারপর স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।
আরও পড়ুন: গাড়ি-বাইক চালান তো? ড্রা꧃ইভিং লাইসেন্স নিয়ে বড় বিজ্ঞপ্তি রাজ্যের
কীভাবে অনলাইনে ই-চালান (e-Challan) ফাইলিং করবেন?
১) অনলাইনে ই-চালানে💝র জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in/parivahan-তে যান।
২) হোমপেজে 'Other Products & Services'-র অধীনে 'eChallan System' দেখতে পাবে🎀ন। 'More'-এ ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে আপনার স্ক্রিনে। উপর💯ের দিকে ‘Pay Online’ দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
৪) 'C👍ha♍llan Details'-র নীচে ‘After getting challan details you can further go for online payment’ আছে। তাতে তিনটি বিকল্প পাবেন - 'Challan Number', 'Vehicle Number' বা ‘DL Number’ পাবেন। যে কোনও একটি বেছে নিন। সেই নম্বর এবং 'Captcha' দিন। ‘Get Detail’-এ ক্লিক করুন।
৫) তারপর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মধ্যে যে কোনও বিকল্প বেছে নিয়ে টাকা মিটি💛য়ে দিไন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )