শীত এলেই খুসকির সমস্যা মাথাচাড়া দেয়। এই খুসকির কারণে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে ও শুরু হয় চুল পড়া। খুসকি থেকে মুক্তি পেতে নানা ধরনের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করা হয়। কিন্তু কেমিক্যাল যুক্ত এই শ্যাম্পু 𒆙ব্যবহারের ফলে চুল তার প্রাকৃতিক ঔজ্জ্বল্য হারায়, পাশাপাশি রুক্ষ-শুষ্কও হয়ে পড়ে।
তাই প্রাকৃতিক বা ঘরো😼য়া উপকরণ চুলে লাগানো অনেকটা নিরাপদ। শীতকালে অনেকেই রীঠা, শিকাকাই ব্যবহার করে থাকেন। কিন্তু মেথি পাওডার মিশিয়ে শ্যাম্পু বানানো যায়, তা কী আপনারা জা♛নেন?
তিনটি 🤪সহজলভ্য জিনিস𝓀 দিয়ে বানিয়ে ফেলতে পারেন মেথি পাওডারের শ্যাম্পু। এগুলি হল—
- ১/৪ কাপ শিকাকাই পাউডার
- ১/৪ কাপ রীঠা পাউডার
- ১/৪ কাপ মেথি পাউডার
উল্লেখ্য, আমলকি পাউডারও ব্যবহার করা যেতে পারে। তবে মেথি পাউডার🐟 ব্যবহার করলে চুলে প☂র্যাপ্ত পরিমাণে প্রোটিনের সঞ্চার হয়।
উপরোক্ত পাউডার তিনটি সঠিক পরিমাণে মিশিয়ে এয়ার টাইট জারে রেখে দিন। স্নানের সময় ২-৩ চামচ পাউডারে গরম জল অথবা গ্রিন টি'র জল মিশিয়ে ২-৩ মিনিটের জন্য ছেড়ে দিন। এরপর ভালোভাಞবে চুলের গোড়ায় ও পুরো চুলে এটি লাগিয়ে শ্যাম্পুর মতো করে জল দিয়ে ধুয়ে দিন।
উল্লেখ্য, বাড়িতে তৈরি এই শ্যাম্পুতে ফ্যানা হয় না, তাই এটি ব্যবহা𒐪রের আগে তেল লাগাবেন না। এগুলির মধ্যে কোনও কিছুতে অ্যালার্জি থাকলে তার ব্যবহার🐻 এড়িয়ে যান।