ভোটার আইডির সঙ্গে এবার আধার কার্ড লিঙ্ক। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বা🐟চন কমিশন (EC)। ভোটার তালিকার যাচাইকরণ করাই এর মূল লক্ষ্য।
নির্বাচনী আইন (সংশোধন) বিল ২০২১ অনুযায়ী এই নীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করা থাকলে কোনও ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী ❀এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে, তা শনাক্তকরণে সহꦯায়তা করবে। তবে এই লিঙ্ক করাটা ঐচ্ছিক। এখনও বাধ্যতামূলক নয়।
বাড়ি বসেই ভোটার আইডি-র 💎সঙ🤪্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে। লাগবে শুধু একটি ইন্টারনেট-সহ স্মার্টফোন। কীভাবে করবেন? জেনে নিন,
১. ফোনের ব্রাউজার থেকে //vot𝓀erportal.eci.gov.in/ -এ যান।
২. মোবাইল নম্বর/ইমেল আ💯ইডি/ভোটার আইডি নম্বর ব্যবহার করে লগইন করুন এবং পাসওয়ার্ড🅺 দিন।
৩. রাজ্য, জে𓆉লা এব𓄧ং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম ভরুন।
৪. ডিটেলস পূরণ করার পর 'সার্চ'-এ ক্লিক করুন। যদি আপনার দেওয়া ডিটেলস সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক﷽্রিনে দেখাবে।
৫. '♏ফিড আধার নং' অপশনে ক্লিক করুন। এটি স্ক্রিনের বাঁ দিকে দেখা যাবে।
৬. একটি পপ-আপ পেজ আসবে। সেখানে আধার 🧔কার্🌠ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম দিতে হবে।
৭. সমস্ত বিবর𒅌ণ সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর 'সাবমিট'-এ ক্লিক করুন𓃲।
৮. স্ক্রিনে দেখাবꦰে যে আপনার আবেদন সফলভাবে গৃহিত হয়েছে।
চাইলে নিকটস্থ বুথ স্তরীয় অফিসের মাধ্যমেও ভোটার আইডি এবং আধার লিঙ্ক করাতে পারেন। সেক্ষেত্রে একজন বুথ স্তরীয় আধিকারিক আপনার সমস্ত বিবরণ যাচাই করবেন। বিশদ পর𝓀ীক্ষা করতে আপনার বাসস্থানও যাচাই করা হতে পারে।