১ মে থেক🌠ে করোনা টিকা নিতে পারবেন ১৮ বছরের উপরের সবাই। টিকা নেওযার জন্য কোউইন-অ্যাপে রেজিস্ট্রেশন শুরু হবে ২৮ এপ্রিল থেকে। এদিন সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় রেজিস্ট্রেশন ছাড়া ওয়াক-ইন ভিত্তিতে কেউ টিকা পাবেন না। এই পরিস্থিতিতে পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কোউইন অ্যাপেই সম্পন্ন করা যাবে। এছাড়া আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও ন💛াম নথিভুক্তকরণ সম্ভব হবে।
বুধবার পর্যন্ত দেশে ১৩.২ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। তবে দু'টি ডোজ পেয়েছেন এমন ব্যক্তির সংখ্যা মাত্র ৭৪ লক্ষ। এই আবহে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া শুরু হওয়ার আগেই আরও বেশি হাসপাতালকে কোউইন অ্যাপের সঙ্গে যুক্ত করা পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এই আবহে জেনে নিন কীভাবে ট🍃িকাকরণের জন্য নিজের নাম নথুভুক্ত করবেন।
কোউইন পোর্টালে নাম নথিভুক্ত করার ধাপ:
১) আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটাꦑর থেকে //www.cꦺowin.gov.in/home- এই ওয়েবসাইটে যান
২) Register/Sign in (রেজিস্টার/🧜সাই๊ন ইন)- অপশনে ক্লিক করুন
৩) নিজের মোবাইল নম্বর দিয়ে 'গেট ওটিপি' অপশনে ক্লিক করুন। এরপ✃র আপনার ফোননম্বরে একটি ও টি পি আসবে।
৪) সেই༒ ওটিপি ওই সা🦋ইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
৫) এরপর নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি 🍸পরিচয় পত্রের বিশদ দিন।
৬) 'রেজিস্টার'-এ ক্লিক করুন।
৭) রেজিস্ট্রেশনের পর অ্য়াপোয়েনমেন্ট নিতে হবে।
৮) এরপর আপনার💙 বাসস্থানের পিনকোড দিতে হবে। সেখান থেকে আপনার কাছে কাছের কয়েকটি সেন্টারের নাম ঠিকানা আসবে। এবং সবশেষে কনফার্ম করলেই বুকিং হবে।
৯) আপনি যেখানে টিকা নিতে চান, সেই জায়গার নাম বেছে নি🎶ন। পඣাশাপাশি কাঙ্খিত তারিখ এবং সময়ও বেছে নিন। এরপর 'কনফার্ম'-এ ক্লিক করুন।
১০) একটি ফোন নম্বরে আপনি সর্বোচ্চ চার জনের নাম রেজিস্টার করাতে পারবেন। প্রয়োজনে আপ🃏নি আপনার অপয়েন্টমেন্টের দিন বদল করতে পারেন।
আরোগ্য সেতুতে রেজিস্টার করার পদ্ধতি:
১) আরোগ্য সেতু অ্যাপে গিয়ে ♔হোম স্ক্রিনে থাকা 🦋কোউইন ট্যাবটি বেছে নিন।
২) ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
৩) আপনা ফোন নম্বর দিন, তাতে একটি ওটিপি আসবে।
৪) সেই ওটিপি ওই সাই😼টে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
৫) এরপর আপনি সরাসরি ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন প♌েজে চলে যাবেন।
৬) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয় পত্রের বিশদ দিন। পাশাপাশি আপনি অন্য কার𝔍োর নাম যোগ করতে🐬 চাইলে সেটিও দিয়ে দিন।
৭) এরপর আপনার বাসস্থানের পিনকোড দিতে হবে। সেখান থেকে আপনার কাছে কাছে🐷র কয়েকটি স🉐েন্টারের নাম ঠিকানা আসবে। এবং সবশেষে কনফার্ম করলেই বুকিং হবে।
৮)আপনি যেখানে টিকা নিতে চান, সেই জায়গ🉐ার নাম বেছে নিন। পাশাপাশি কাঙ্খিত তারিখ এবং সময়ও বেছে নিন। এরপর 'কনফার্ম'-এ ক্লিক করুন।