আজ সংসদে পেশ করা হল অন্তর্বর্তীকালীন বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটি ষষ্ঠ বাজেট ছিল। এবং এটিই ছিল তাঁর সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট। এই আবহে এবারের বাজেট কেমন হয়েছে? এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। তাঁর কথায়, এই বাজেট ভারতের বৃদ্ধির পথকে আরও সুগম করবে। (আরও পড়ুন: স্বপ্ন ‘বিকশিত ভারতের’, মেডিক্যালের আসন থেকে স্টার্ট আপ নিয়ে কী🍌 বললেন নির্মলা)
আরও পড়ুন: লক্ষ্♉মীবারেꦿ বাজেট পেশ নির্মলার, আম জনতার লক্ষ্মীলাভ হল?
বাজেট প্রসঙ্গে বন্ধনের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ বলেন, '৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির আকাঙ্খার লক্ষ্যে একটি পদক্ষেপ এই বাজেট। অন্তর্বর্তী বাজেট ব্যাপকভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দিচ্ছে। হাউজিং সেক্টরের উপর ফোকাস করা হয়েছে। সিমেন্ট, পেইন্টস এবং স্টিলের মতো সেক্টরকেও উপকৃত করবে এটা। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নারীর ক্ষমতায়নে ফোকাস করা হচ্ছে। তা অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। অবকাঠামো এবং গ্রামীণ উন্নয়নের উপরে জোর দেওয়া হচ্ছে। ভারতের বৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এই বাজেট।' (আরও পড়ুন: ফ্রি ৩০০ ইউনিট বিদ্যুৎ, উপকৃত ১ কোটি করদাতা, একনজরে বা🌠জেটের 'নম্বর খেল')
আরও পড়ুন: বাজেটে বড় ক্ষেত্রগুဣলির মধ্যে সবচেয়෴ে কম পেল কৃষি, কোন খাতে হবে সবচেয়ে বেশি খরচা?
এদিকে বাজেট নিয়ে ভিএফএস ক্যাপিটালের এমডি এবং সিইও কুলদীপ মাইতি বলেন, 'আজকের অন্তর্বর্তী বাজেটে গরিব, মহিলা, যুবক এবং কৃষকদের কল্যাণের উপরই প্রধানত জোর দিয়েছেন অর্থমন্ত্রী। গত এক দশকে মহিলা উদ্যোক্তাদের উল্লেখযোগ্য বৃদ্ধির কথা তুলে ধরেছেন তিনি। মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য মুদ্রা যোজনায় ৩০ কোটি ঋণ বরাদ্দ করেছেন। এটা ভারতীয় অর্থনীতির সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে। মহিলা উদ্যোক্তাদেরও আরও এগিয়ে আসতে প্রেরিত করবে।' (আরও পড়ুন: মধ্যব🧸িত্তদের জন্য বড় উপহার বাজেটে, ভো💖টের আগে হাউজিং স্কিম চালুর ঘোষণা নির্মলার)
আরও পড়ুন: বাজেটে কর সংক্রান্ত বড় ঘ♚োষণা নির্মলার, লাভবান হবেন ১ কোটি করদাতা
এছাড়া তিনি আরও বলেন, 'লখপতি দিদি স্কিমে ২ কোটি থেকে ৩ কোটি মহিলাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এটা মহিলাদের আর্থিক ভাবে স্বাধীনতা🔴 প্রদান করবে। আরও বেশি নারীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবে। তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করবে। পাশাপাশি, পূর্বাঞ্চলকে ভারতের প্রবৃদ্ধির একটি শক্তিশালী চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে তা লক্ষণীয়। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। কারণ এতে পূর্বাঞ্চলের প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।'