শ্রুতি কক্কর
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূূড় বিচারপতিদের অবসরের প্রসঙ্গে মন্তব্য করলেন। শনিবার তিনি জানিয়েছেন, বিচারপতি তাঁদের অবসরের মাধ্যমে 💦তাঁদের পতাকা নতুন প্রজন্মের হাতে তুলে দেন।
হিন্দুস্তান টাইমসের লিডারসিপ সামিটের ২১ তম এডিশনের উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন ভারতের প্রধান বিচারপতি। হিন্দুস্তান টাইমসের ন্যাশানাল লিগাল এডিটর উৎকর্ষ আনন্দ কথা বলেছেন প্রধান বিচারপতির সঙ্গে। সেখানে প্রধান বিচারপতি জানিয়েছেন, ভারতীয় সংবিধান বিচারপতিদের অবসর নেওয়ার꧒ বয়স নির্দিষ্ট করে দিয়েছে যাতে আগামী প্রজন্মের হাতে বিচারব্যবস্থার মানদণ্ডকে তুলে দেওয়া দেওয়া যায়।
বিচারপতি জানিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে বিচারপতিরা অবসর নেবেন। ….এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আগামী প্রজন্মের হাতে পতাকা তুলে দেবেন। তাঁরা অতীতের ভুলগুলিকে শুধরে নেবেন। 🍨আইনের গন্ডীর মধ্য়ে থেকে এগিয়ে 😼নিয়ে যাবেন গোটা ব্যবস্থাটাকে।
তবে কোন বয়সে বিচারপতিদের অবসর নেওয়া উচিত এনিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানিয়ে দেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত হওয়া দরকার… কিন্তু আমি সংসদ নই। সেকারণে এই প্রশ্নের উত্তর আমি 🐲দিতে চাই না।
প্রসঙ্গত সংবিধানে নির্দিষ্ট করা আছে যে জেলা আদালতের বিচারপতিদের অবসরের বয়স হবে ৬০ বছর আর হা💯ইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স ৬২ বছর আর সুপ্রিম কোর্টের ব🌄িচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর নেন।
তবে বিচারপতিদের অবসরের বয়স নিয়ে সওয়াল করলেও কত বয়সে তাঁদ🔯ে🅠র অবসর নেওয়া উচিত তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।