প্রধানমন্ত্রী মোদী ও বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য়ে সম🎃্পর্কের কীভাবে উন্নতি কীভাবে হল তা নিয়ে খোলাখুলিভাবে জানালেন অসমের মুখ্যমন্ত্রী। এর সঙ্গেই জানিয়ে দিলেন আরও ২০২৪ সালে আরও ২-৩টি রাজ্যে সম্প্রসারিত হবে বিজেপি।
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের পঞ্চম দিনে উপস্থিত হয়ে মোদী মমতার সম্পর্ক নিয়ে খোলাখুল💟ি জানালেন অসমে🐬র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে, মমতা সম্প্রতি ভালো কথা বলছেন মোদীর প্রসঙ্গে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। তবে রাজনৈতিকভাবে মমতা যোগ দিচ্ছেন না বিজেপিতে। আমরাও আমন্ত্রণ জানাচ্ছি না।
বাংলায় বিজেপির অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধীদল হিসাবে রয়েছি। প্রায় ১০০র কাছাকাছি ছুঁয়ে ফেলেছি। ২০২৪ সালে আরও কিছু আসন পেলে সংসদ নির্বাচন আরও উজ্জ্বল হবে। বাংলা, ওড়িশা আর তেলেঙ্গানায় আমাদের সম্প্রসারন হয়েছে। তবে ২০𓃲২৪ এ আমরা ক্লাইমাক্সে🅷 পৌঁছব। আরও ২-৩টি রাজ্যে আমাদের সম্প্রাসরণ হবে। সাফ জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী।
হিন্দুস্তান টাইমসের পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরী অসমের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সম্প্রতি একাধিক মন্তব্যে মোদীর সম্পর্ক⛎ে কিছুটা প্রশস্তি সূচক কথা বলেছেন মমতা। 🐠এটা একেবারে পরিবর্তন। ব্যাপারটা কী?
এর উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী আমাদের সবার প্রধানমন্ত্রী। আমাদের গণতন্ত্রে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের মধ্যে ভালো সম্পর্ক, সমণ্বয় থাকা দরকার। আসলে এটা মানুষের সেবার জন্য। সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্পর্ক ভালো কথা বলেছেন। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। কিন্তু এর মধ্য়📖ে রাজনীতির কিছু দেখতে পাচ্ছি না। রাজনৈতিকভাবে মমতা বিজেপিতে যোগ দিতে আসছেন না। আমরাও তাঁকে বিজেপিতে আসার জন্য় আমন্ত্রণ জানাচ্ছি না। একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন। আর প্রধানমন🍸্ত্রী মুখ্যমন্ত্রীকে প্রশংসা করছেন ভালো কিছু কাজের জন্য় এটা খুব ভালো দিক।
যেকোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আরএসএসের প্রশংসা করেন। রামকৃষ্ণ মিশনꦍকে কি কেউ খারাপ বলেন? বললেন হিমন্ত বিশ্বশর্মা।
এর সঙ্গেই তিনি জানিয়ে𒁃 দেন, ২০২৯ সালে গোটা দেশজুড়ে থাকবে বিজেপি। তামিলনাড়ু ও কেরল জয়ের পরে সেটা সম্ভব হবে। জানালেন অসমের মুখ্যমন্ত্রী।