মানুষের বুদ্ধি বেশি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)? অবশ্যই কম্পিউটার বেশি নির্ভুল। জানালেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কিন্তু কোন প্রসঙ্গে এমন কথা বলেন ইলন?সম্প্রতি টোকিও অলিম্পিক্সের একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, টয়োটার কিউ রোবট নির্ভুলভাবে বাস্কেটবলের রিঙে বল ফেলছে। সেই ভিডিয়োই টুইট করে একজন বলেন 'এআই এমন কাজই করতে পারে, যা মানুষ আগে করতে পারত।' সেটিতে ট্যাগ করা হয় ইলন মাস্ককেও।এর উত্তরে ইলন মাস্ক বলেন, 'কম্পিউটার মানুষের তুলনায় অনেক বেশি নির্ভুল।' উদাহরণ হিসাবে তিনি বলেন, একটা আধুনিক ভিডিয়ো গেমের একটি ফ্রেম আঁকতে একটা মানুষের কতটা সময় লাগবে? একটা কম্পিউটার হাই-রেজোলিউশনে ১২০ টা ফ্রেম প্রতি সেকেন্ডে রেন্ডার করে। কোনও তুলনাই হয় না।দেখুন সেই ভিডিয়ো: আপনার এ বিষয়ে কী মত? কম্পিউটার, এআই এখনও মানুষের থেকে পিছিয়ে, নাকি এগিয়ে? কমেন্টে জানান আপনার মতামত।