শীঘ্রই ড্রোনের মাধ্যমে রক্ত পাঠানোর প্রক্রিয়ার দেশজুড়ে বিস্তার করা হবে। এমনই পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে। বৃহস্পতিবার এই বিষয়ে জানালেন, ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক আধিকারিক। এদিন তার নতুন iDrone উদ্যোগের মাধ্যমে আকাশপথে রক্তের ব্যাগ পাঠানোর প্রক্রিয়ার ট্রায়াল করা হয়। আরও পড়ুন: কল⭕কাতা-হাওড়ায় চালু হচ্ছে ড্রোন ডেলিভারি, পাবেন ওষুধ, ল্যাব রিপ🧔োর্ট, খাবার
এই উদ্যোগের মাধ্যমে ভারতে ড্রোন ইকোসিস্টেমের আরও সম্প্রসারণ করা হবে। 'আই-ড্রোন'♐ অবশ্য একেবারে নতুন কিছু নয়। এর আগে COVID-19 মহামারীর সময়ে ICMR এর ব্যবহার করেছিল। এর ফলে দুর্গম এলাকায় ভ্যাকসিন বিতরণ করা হয়।
'আজকের ট্রায়ালে আমরা রক্ত এবং রক্ত-সম্পর্কিত বিভিন্ন পণ্য ড্রোনের মাধ্যমে পাঠিয়েছি। কম তাপমাত্রায় রাখতে হয় এ🧸ই পণ্যগুলিকে। ট্রায়াল শেষে পরীক্ষা করার পরে, দেখা গিয়েছে যে, ওতে শুধু তাপমাত্রা বজায় থেকেছে, তাই নয়। বরং পণ্যগুলিরও কো🌄নও ক্ষতি হয়নি।
'আমরা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আরেকটি নমুনা পাঠিয়েছিলাম। দু'টি মোড ব্যবহার করেই নমুন🌃া পাঠানো হয়েছে। কিন্তু তাতে কোনও পার্থক্য হয়নি। আগামিদিনে সারা ভারতে এই ড্রোনগুলিই ব্যবহার করা হবে,' জানালেন ICMR-এর প্রধান ডাঃ রাজীব বাহল।
'ডিজিটাইজেশন, ভ্যাকসিনের উত্পাদন এবং দ্রুত ডেলিভারি পদ্ধতির ডেভেলপমেন্টের মাধ্যমে, ভারতে এক বছরের মধ্যে ৯০ শতাংশ স্থানে এই ড্রোন ডেলিভারির কভারেজের লক্ষ্য অর্জন করা গিয়েছে। প্রযুক্তির উন্নতির অন্যতম সোপান হতে চলেছে এটি। এটি ধীরে ধীরে ভারতকে একটি উন্নত দেশ হওয়ার মর্যাদা অর্জনের দিকে🦂 আরও এক পা এগিয়ে দেবে,' যোগ করেন তিনি।
এর আগে কলকাতাতেও ড্রোন ডেলিভারির ট্রায়াল করেছে 𝔉এক সংস্থা। চলতি বছর ফেব্রুয়ারিতে হাওড়ার কদমতলা থেকে সল্টলেকের সেক্টর 🎀ফাইভ পর্যন্ত একটি ড্রোন পাঠায় দিল্লির এক সংস্থা। মালবাহী ড্রোনের বাক্সে ভরা ছিল প্যাথলজিকাল ল্যাবের সংগ্রহ করা নমুনা। স্রেফ ১৫ মিনিটের মধ্যেই সেই পথ অতিক্রম করে মালবাহী ড্রোন।
মার্কিন মুলুকে বছরখানেক আগেই বহু শহরে ড্রোন ডেলিভারি চালু হয়ে গিয়েছে। সেখানে আমাজনের মতো সংস্থাও দ্রুত ডেলিভারি করতে ড্রোনের সাহায্য নেয়। ভারতেও কিছু শহরে সীমিতভাবে ড্রোন ডেলিভারির পরিষেবা চালু হয়েছে। আরও পড়ুন: ‘তিন বছর পর দেশের কৃষকরা শার্ট-প্যান্ট পরে💙 জমিতে ড্রোন ওড়াবেন,’ দাবি মোদীর মন্ত্রীর
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলাꦅয়। HT App ডাউনলোড করার লিঙ্ক