সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, দিল্লির একটি বিলাসবহুল হোটেলের অন্দরে এক ব্যক্তি গদি আঁটা এলাহি সোফায় বসে ল্যাপটপে♋ কাজ করছেন। কিন্তু, তাঁর পায়ের মোজায় রয়েছে একাধিক ছিদ্র! স্বাভাবিকভাবেই এমন একটি বৈপরীত্য নেটিজেনদের নজর কাড়ে। শুরু হয় নানা আলোচনা, জল্পনা।
অবশেষে সেসবের অবসান ঘটালেন ভাইরাল ছব🍌িতে থাকা ব্যক্তি স্বয়ং। তাঁর নাম চেতন সিং সোলাঙ্কি। তিনি আইআইটি বম্বের অধ্যাপক। ২০ বছরেরও বেশি ধরে দেশের অন্যতম সম্মানীয় এই প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন তিনি।
চেতনের আরও পরিচয় রয়েছে। অনেকেই তাঁকে চেনেন, 'সোলার ম্যান অফ ইন্ড💃িয়া' এবং 'সোলার গান্ধী' নামে। চেতন তাঁর জবাবে জানান, যখন তিনি একটি লিডারশিপ সামিটে নিজের বক্তব্য পেশ করতে গিয়েছিলেন, সেই সময়েই এই ছবিটি তোলা হয়েছিল।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরেই পরিবেশ রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছেন চেতন। কয়েক দশক ধরে তিনি এই কাজ করছেন। যার জন্য ইতিমধ্যেই ২০টি রাজ্যের অন্তর্গত ৪৩ হাজার কিলোমিটারেরও বেশি🌌 পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। তাঁর এই দীর্ঘ ভ্রমণের একমাত্র উদ্দেশ্য, সৌর শক্তি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সৌর শক্তির ব্যাপক প্রচার করা।
চেতন তাঁর ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে সোশাল মিডিয়াতেই একটি জবাবি পোস্টে লিখেছ♐েন, 'দিল্লির হায়াত হোটেলে আমার এই ছবিটি কেউ একজন তুলেছিলেন।' তিনি জানান, ২৫ সেপ্টেম্বর শক্তিসম্পদ সংক্রান্ত একটি লিডারশিপ সামিটের আয়োজন করা হয়েছিল।
সেই আয়োজনে বক্তব্য পেౠশ করার আগে তিনি যখন একান্তে নিজের কাজে মগ্ন ছিলেন, সেই সময়েই কেউ তাঁর এই ছবিটি তোলেন। পরে 𒐪সেটি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
এর💯পরই নিজের ছেঁড়া মোজা সম্পর্কে চেতন লেখেন, 'হ্যাঁ। আমার ছেঁড়া মোজা সবাই দেখে ফেলেছেন। আমার ওগুলো বদলানো দরকার। এবং আমি অবশ্যই তা করব। আমার মোজা♍গুলি বদলে ফেলার ক্ষমতাও আছে। কিন্তু, প্রকৃতির সেই ক্ষমতা নেই। প্রকৃতিতে সবকিছুই সীমাবদ্ধ।'
চেতনের বক্তব্য হল, যে হারে প্রকৃতির বুকে আবর্জনা জমা হচ্ছে, তাতে আর তার নতুন করে বোঝা বইবার ক্ষমতা নেই। চেতন আরও বলেন, তিনি কেবলমাত্র সেই জ꧂িনিসগুলিই 𓆏কেনেন, যেগুলোর কেনার সত্যিই একান্ত প্রয়োজন রয়েছে।
তাঁর কথায়, '♏আমি আমার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সেরা গ্যাজেট ব্যবহ🌌ার করতেই পারি। কিন্তু, আমি সবসময় চেষ্টা করি যাতে আমার ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমাতে আমি যত দূর সম্ভব কম পরিমাণ জিনিসপত্র ব্যবহার করি।'
চেতন তাঁর আদর্শের ব্যাখ♉্যা করে আরও বলেন, একজন ব্যবসায়ী যেমন প্রতি মুহূর্তে নিজের মুনাফা বাড়ানোর কথা ভাবেন, তিনিও তেমনই সর্বক্ষণ তাঁর সময়ের সর্বাধিক প্রয়োগ ও ব্যবহার করতে চান।