মার্কিন যুদ্ধবিমান এফ -৩৫ ভেঙে পড়ল মার্কিন এয়ারক্রাফ্ট কেরিয়ার ইউএসএস কার্ল ভিনসনের উপর। ঘটনার জেরে মঙ্গলবার ৭ জন নাবিক আহত হয়েছেন বলে খবর। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরের বুকꦐে এই ঘটনা কূটনৈতিক দিক থেকেও বেশ তাৎপর্যবাহী। প্রসঙ্গত, ইউএসএস কার্ল ভিনসন ও ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এই দুই মার্কিন এয়ারক্রাফ্ট কোরিয়ার গত কয়েকদিন ধরে অবস্থান করছে দক্ষিণ চিন সাগরে। সেখানে মার্কিনি নৌ মহড়ায় চলছে প্রশিক্ষণ পর্ব। তবে যে দক্ষিণ চিন সাগরকে বেজিং নিজের দখলের জায়গা বলে দাবি করে, সেখানে মার্কিন রণতরীর উপস্থিতি যে খুব একটা ভালোভাবে নেয়নি চিন, তা আগেও জানিয়েছে তারা। তার মাঝেই এই দুর্ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, মার্কিন যুদ্ধ বিমান এফ-৩৫, ইউএসএস কার্ল ভিনসনের ডেক-এ ভেঙে পড়ে। বিমান অবতরণের সময় ঘটে যায় বিপত্তি। একটি রুটিন অপারেশনের সময়ই ওই যুদ্ধবিমান মার্কিন রণতরীর উপর ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। মার্কিন পেসিফিক ফ্লিট এক বিবৃতিতে জানিয়েছে, 'পাইলট নিরাপদভাবে ওই এয়ারক্রাফ্ট থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এরপর মার্কিন সেনা হেলিকপ্টার তাঁকে উদ্ধার করে।' ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে। সাতজন আহত নাবিককে ম্যানিলা ও ফিলিপিন্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে নাবিকদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বাকি♍ যাꦦঁরা অল্প আহত রয়েছেন , তাঁদের মার্কিন সেনার তরফে চিকিৎসা করা হচ্ছে। তবে এমন এক গুরুত্বপূর্ণ মিশনে থাকা মার্কিন সেনার নৌজাহাজে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা।
এদিকে, মার্কিন পেসিফিক ফ্লিট জানিয়েছে , গোটা ঘটনা আপাতত তদন্ত🍸ের অধীন। মার্কিন নৌসেনা খতিয়ে দেখছে এই দুর্ঘটনার কারণ। উল্লেখ্য, দুই নৌজাহাজকে নিয়ে মার্কিন নৌসেনা রবিবার দক্ষিণ তিন সাগরে একটি মহড়ায় প্রশিক্ষণ চালায়। এদিকে, তার আগে জাপানের সঙ্গে এক পর্ব নৌমহড়া সম্পন্ন করেছে আমেরিকা। গত সপ্তাহে মার্কিন জাপান নৌ মহড়া চলেছিল ফিলিপাইন সাগরে। উল্লেখ্য, এই দক্ষিণ তিন সাগর নিয়ে বহু দিন ধরেই বেজিং ও ওয়াশিংটনে সংঘাত লেগে রয়েছে। এর মাঝে তাইওয়াবন দাবি করেছেꦿ, তাদের নিয়ন্ত্রণাধীন প্রতাস আইল্যান্ডে চিনের যুদ্ধবিমান অবৈধভাবে প্রবেশ করেছে বহুবার। সেই জায়গা থেকে মার্কিন যুদ্ধজাহাজে এই নতুন দুর্ঘটনা ঘিরে বহু জল্পনা উঠে আসছে।