꧑ ভারত ও চিনের কম্যান্ডাররা ফের একপ্রস্ত বৈঠক করলেন শনিবার। তবে এদিন আর ১২-১৫ ঘণ্টা নয়, নয় ঘণ্টা ধরে চলে বৈঠক দৌলত বেগ ওলডি সেক্টরে সীমান্তের ওপারে। সেখানে যেভাবে তিন দেপসাংয়ে সেনা বাড়িয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
🌼এর আগে ২০১৩ সালেও দেপসাংয়ে ভারতীয় জমিতে ১৯ কিলোমিটার প্রবেশ করেছিল চিন। প্রায় তিন সপ্তাহ বাদে ফিরেছিল লাল ফৌজ। এবারও একই কায়দায় বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে তারা। ফলে ভারতীয় সেনাদের প্যাট্রিলিংয়ে অসুবিধা হচ্ছে। দুই পক্ষই ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে ওখানে প্রস্তুত।
♍প্রসঙ্গত দৌলত বেগ ওল্ডিতে ভারতের যে হেলিপ্যাডটি আছে তার দক্ষিণ প্রান্তে হল দেপসাং। সেই কারণে নিরাপত্তার প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে। এদিনের বৈঠকে ডিভিশনাল কম্যান্ডাররা বসেছিলেন। এদের এক ধাপ ওপরে হচ্ছেন কোর কম্যান্ডাররা। তারা এর আগের বৈঠকে কোনও সমাধানসূত্র বার করতে পারেননি।
𒀰চিন এখনও ঘাঁটি গেড়ে বসে আছে প্যাংগং সো ও গোগরায়। কোনও ভাবেই নড়তে চায় না তারা। একই সঙ্গে দেপসাংয়ে চলছে লাল ফৌজের গতিবিধি। সেই নিয়েই হল এদিনের বৈঠক। আদৈ কোনও সমাধানসূত্র বেরোয় কিনা, তা দেখার।